• ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
logo

হবিগঞ্জে মাদরাসাছাত্রীকে একাধিকবার ধর্ষণ

হবিগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৭ অক্টোবর ২০২০, ১৪:১৪
হবিগঞ্জে মাদরাসাছাত্রীকে একাধিকবার ধর্ষণ
ধর্ষণ

হবিগঞ্জ সদর উপজেলায় মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে ফয়সল (২০) নামে এক যুবকের বিরুদ্ধে মামলা হয়েছে।

গতকাল মঙ্গলবার বিকেলে নির্যাতনের শিকার ছাত্রী নিজে বাদী হয়ে হবিগঞ্জ সদর থানায় এ মামলাটি দায়ের করেন।

অভিযুক্ত ফয়সল মিয়া উপজেলার আটঘরিয়া গ্রামের আব্দুস সালামের ছেলে।

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী আরটিভি নিউজকে বলেন, আটঘরিয়া গ্রামের ফয়সল মিয়ার সঙ্গে একই গ্রামের মাদরাসাছাত্রীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে ওই ছাত্রীকে বিয়ে আশ্বাস দিয়ে একাধিকবার ধর্ষণ করে ফয়সল। সম্প্রতি ছাত্রী ফয়সলকে বিয়ের জন্য চাপ দেয়। কিন্তু ফয়সল বিয়ে করতে অনীহা প্রকাশ করে। পরে গতকাল মঙ্গলবার বিকেলে ভিকটিম নিজে বাদী হয়ে ফয়সলকে একমাত্র আসামি করে একটি ধর্ষণ মামলা করেন। মামলার পর থেকেই অভিযুক্ত ফয়সল পলাতক রয়েছে।

ওসি আরও জানান, পুলিশ ভিকটিমকে উদ্ধার করে চিকিৎসার জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেছে।

আরও পড়ুনঃ

মানিকগঞ্জে ৫ বছরের শিশুকে ধর্ষণ

বান্ধবীকে ডাকতে গিয়ে বাড়ির মালিকের ধর্ষণের শিকার কিশোরী

গৃহবধূকে সিএনজিতে তুলে রাতভর গণধর্ষণ

বাসের দরজা-জানালা বন্ধ করে তরুণীকে গণধর্ষণ

এছাড়া অভিযুক্ত ফয়সলকে গ্রেপ্তার করতে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে।

জেবি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নোয়াখালীতে চতুর্থ শ্রেণির শিশুকে ধর্ষণের চেষ্টা
দুটি ফেসবুক পেজের বিরুদ্ধে মামলা করলেন সারজিস
সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে দুদকের মামলা
শামীম ওসমান ও সেলিম ওসমানসহ ৫৬ জনের বিরুদ্ধে মামলা