ঢাকাসোমবার, ১৪ এপ্রিল ২০২৫, ১ বৈশাখ ১৪৩২

এবার নোয়াখালীতে গৃহবধূকে ৪ টুকরো করে হত্যা  

নোয়াখালী প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ০৭ অক্টোবর ২০২০ , ০৭:৪৯ পিএম


loading/img
নোয়াখালী

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় নূর জাহান বেগম (৪২) নামে এক গৃহবধূকে চার টুকরো করে কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বিজ্ঞাপন

আজ বুধবার বিকেল পাঁচটার দিকে উপজেলার চরজব্বার ইউনিয়নের  এক নম্বর ওয়ার্ডের উত্তর জাহাজমারা গ্রামের প্রভিডা ফিডের পেছনের একটি ধানক্ষেত থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত গৃহবধূ  নুর জাহান বেগম উপজেলার চরজব্বার ইউনিয়নের  এক নম্বর ওয়ার্ডের মৃত আব্দুল বারেকের স্ত্রী।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানায়, ওই গৃহবধূকে কেটে কেটে চার টুকরো করা হয়েছে। তবে শরীরের টুকরো অংশের মধ্যে বুক আর পায়ের  অংশ এখনও নিখোঁজ রয়েছে।

আরও পড়ুন: 
দুধের সঙ্গে নেশাদ্রব্য খাইয়ে পুত্রবধূকে ধর্ষণ
সাভারে দুই তরুণীকে গণধর্ষণের এক মাস পর ভিডিও ভাইরাল
হবিগঞ্জে মাদরাসাছাত্রীকে একাধিকবার ধর্ষণ
মানিকগঞ্জে ৫ বছরের শিশুকে ধর্ষণ
গৃহবধূকে সিএনজিতে তুলে  রাতভর গণধর্ষণ
কিশোরী অন্তঃসত্ত্বা হতেই টালবাহানা শুরু বাবুর

নিহতের ছেলে হুমায়ন কবির (২৮) জানান, বুধবার ভোর থেকে তার মা ঘর থেকে নিখোঁজ ছিল। পরে স্থানীয় এক মহিলা আজ বিকেলের দিকে ধানক্ষেতের আইলে শামুক খুঁজতে এসে টুকরো টুকরো মরদেহ দেখতে পায়। পরে বিষয়টি জানাজানি হলে আমি মরদেহের পাশে শামুকের ব্যাগ দেখে শনাক্ত করি এটি আমার মায়ের মরদেহ।

বিজ্ঞাপন

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহেদ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে আরটিভি নিউজকে জানান, নিহত গৃহবধূর মরদেহের দুই টুকরো উদ্ধার করা হয়েছে। মরদেহের উদ্ধারকৃত টুকরো অংশের মধ্যে রয়েছে মাথা আর কোমরের অংশ।

ওসি আরও জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে  ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

জেবি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |