ঢাকামঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ১৪ শ্রাবণ ১৪৩২

হাসপাতালে গৃহবধূর মরদেহ রেখে পালিয়ে গেল স্বজনরা

আখাউড়া প্রতিনিধি, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি ২০২৫ , ০৬:০১ পিএম


loading/img

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া হাসপাতালে এক গৃহবধূর মরদেহ রেখে পালিয়ে গেলেন শ্বশুরবাড়ির লোকজন। 

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে। 

ওই গৃহবধূর নাম মুক্তা আক্তার (২৪)। তিনি বিজয়নগর উপজেলার মেরাশানি গ্রামের বাবুল খানের স্ত্রী। 

বিজ্ঞাপন

হাসপাতাল সূত্রে জানা যায়, বিকেল ৪টার দিকে আখাউড়া হাসপাতালের জরুরি বিভাগে মুক্তাকে নিয়ে আসেন তার শ্বশুরবাড়ির লোকজন। আনার পরে তাকে প্রথমে ইসিজি করা হয়। পরে তার মৃত্যুর খবর সোনার সঙ্গে সঙ্গেই তার শ্বশুরবাড়ির লোকজন হাসপাতাল থেকে পালিয়ে যায়। 

আখাউড়া হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত ডাক্তার জান্নাতুল মাওয়া বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। হাসপাতালে আনার পূর্বেই তার মৃত্যু হয়। মৃত্যুর সংবাদ পেয়ে তার আত্মীয়-স্বজনদের বললে তারা দ্রুত পালিয়ে যান। বর্তমানে মরদেহটি হাসপাতালে রয়েছে, বিজয়নগর থানায় খবর দিয়েছি, তারা এসে মরদেহ নিয়ে যাবে।

আরটিভি/এএএ-টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |