পিরোজপুরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে চীনের এক নাগরিক খুন হয়েছেন। আজ বুধবার (৭ অক্টোবর) সন্ধ্যায় সদর উপজেলার বেকুটিয়া সেতু সংলগ্ন কুমিরমারা এলাকায় এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
জানা গেছে, নিহত চীনের ওই নাগরিক মি. লাওফা (৫৮) পিরোজপুরে নির্মাণাধীন ৮ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুতে (বেকুটিয়া সেতু) প্রধান টেকনিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন।
এদিন বেকুটিয়া সেতুতে কাজ শেষে ব্যারাকে ফিরছিলেন লাওফা। ঠিক এমন সময়েই তার ওপর হামলা হয়। আহত অবস্থায় পিরোজপুর হাসপাতালে আনা রাত পোনে ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
বিজ্ঞাপন
বিষয়টি জানার পর পুলিশ হাসপাতাল এবং ঘটনাস্থলে যায়। এ ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার পুলিশ।
এম