• ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
logo

হেল্পারের কাছে আশ্রয় চেয়ে বাসের ভেতর ধর্ষণের শিকার নারী

যশোর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৯ অক্টোবর ২০২০, ১২:০৪
Rape of a woman, inside the bus last, rtv news
ধর্ষণ

যশোর শহরের মনিহার এলাকার কোল্ডস্টোরের কাছে বাসের ভেতর এক নারীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।

ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মনির হোসেন নামের এক পরিবহন শ্রমিককে আটক করা হয়েছে। মনির হোসেনের বাড়ি যশোর সদর উপজেলার রাজারহাট এলাকায়। ধর্ষণের শিকার নারীর বাড়ি মাগুরার শালিকায়।

পুলিশ জানিয়েছে, ওই নারী মাঝে মধ্যে যশোর থেকে রাজশাহী যাতায়াত করতেন। এজন্য রাজশাহীগামী এমকে পরিবহনের বাস কন্ডাক্টর মনির হোসেনের সঙ্গে তার পূর্ব পরিচয় ছিল।

বৃহস্পতিবার রাতে তিনি অন্য একটি পরিবহনে করে রাজশাহী থেকে যশোরে এসেছিলেন। ওই রাতে শালিখায় পৌঁছানো সম্ভব নয় বলে তিনি মনিরের সঙ্গে যোগাযোগ করেন।

পরে মনির কৌশলে তাকে শহরের মনিহার এলাকার কোল্ডস্টোরের কাছে রাখা এমকে পরিবহনের বাসের মধ্যে নিয়ে যায়। এরপর বাসের মধ্যেই তাকে ধর্ষণ করে। পরে ওই নারী পুলিশের কাছে অভিযোগ করলে পুলিশ অভিযান চালিয়ে মনিরকে আটক করে।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ তৌহিদুল ইসলাম জানান, রাজশাহী থেকে আসা নারীকে ধর্ষণের অভিযোগে বাস কন্ডাক্টর মনির হোসেনকে আটক করা হয়েছে।

জেবি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গ্ৰিসে ঢাকাবাসীর উদ্যোগে ইংরেজি নববর্ষ উদযাপন
কারা আওয়ামী লীগের পুনর্বাসন চাচ্ছে, জানালেন হাসনাত আব্দুল্লাহ
যে কারণে অপু বিশ্বাসের বাবা-মা চাননি সে পৃথিবীতে আসুক
যশোরে সড়ক দুর্ঘটনায় নিহত ১