• ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১
logo

ধর্ষণের সময় ধরা খেয়ে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে পালিয়েছিল শাহীন

মাদারীপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১০ অক্টোবর ২০২০, ১৪:২৬
ধর্ষণের সময় ধরা খেয়ে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে পালিয়েছিল শাহীন
ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার শাহীন মোল্লা

মাদারীপুরের কালকিনি উপজেলায় এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ শনিবার ভোরে সদর উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত যুবকের নাম শাহীন মোল্লা (২২)। তিনি কালকিনি উপজেলার ডাসার থানাধীন পশ্চিম বোতলা গ্রামের আয়নাল মোল্লার ছেলে।

পুলিশ ও নির্যাতিতার পরিবার জানায়, বেশ কিছুদিন আগে কালকিনির ওই কিশোরীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে শাহীন। গেলো বৃহস্পতিবার রাতে বাড়িতে কেউ না থাকার সুযোগে ১৫ বছরের ওই কিশোরীর সঙ্গে শারীরিক সম্পর্ক করে শাহীন।

বিষয়টি আশপাশের লোকজন টের পেয়ে শাহীনকে হাতেনাতে আটক করে। পরে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ছাড়া পায় শাহীন। এদিকে কিশোরীর পরিবার বিয়ের আয়োজন করলে কৌশলে পালিয়ে যায় শাহীন।

আরও পড়ুনঃ

বাবার বাড়ি বেড়াতে আসা নারীকে দিনদুপুরে জঙ্গলে নিয়ে ধর্ষণ

মা কারখানায়, অসুস্থ মেয়েকে ধর্ষণ করলো বাবা

সালিসের টাকা পেল না দলবেঁধে ধর্ষণের শিকার কিশোরী

জমজ বোনসহ ৩ মেয়েকে ধর্ষণ করে বাড়িওয়ালা

মেয়েকে দীর্ঘদিন ধরে ধর্ষণ করছিল নাটোরের এই সন্ন্যাসী! (ভিডিও)

এ ঘটনায় কালকিনির ডাসার থানায় নির্যাতিতার পরিবার গতকাল শুক্রবার রাতে শাহীনকে একমাত্র আসামি করে একটি ধর্ষণ মামলা করেন। পরে অভিযান চালিয়ে শাহীনকে গ্রেপ্তার করে পুলিশ।

এদিকে আজ শনিবার দুপুরে নির্যাতিতার মেডিকেল পরীক্ষা সম্পন্ন হয়েছে। এছাড়া গ্রেপ্তারকৃত যুবক শাহীনকে আদালতে পাঠিয়েছে পুলিশ।

মাদারীপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার আবির হোসেন আরটিভি নিউজকে জানান, ধর্ষণ মামলায় গ্রেপ্তার শাহীনকে আদালতে পাঠানো হয়েছে। এছাড়া ওই কিশোরীর আদালতে জবানবন্দি দেয়ার কথা রয়েছে।

জেবি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফেসবুকে পরিচয়, প্রেমিকের সঙ্গে দেখা করতে গিয়ে যা ঘটল
৩য় শ্রেণির ছাত্রী ধর্ষণের অভিযোগে অধ্যক্ষ গ্রেপ্তার
রাজৈরে ২ বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ৬
ভারতীয় দুর্বৃত্তদের ওপর বিজিবির গুলি, পাচার হওয়া কিশোরী উদ্ধার