সন্তান হত্যা মামলায় মাসহ ৩ জনের যাবজ্জীবন
বরিশালের মেহেন্দিগঞ্জের পশ্চিম রতনপুর এলাকায় সন্তানকে হত্যা মামলায় মাসহ তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
আজ সোমবার বেলা ১১টায় জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক কে এম শহীদ আহম্মেদ এই রায় দেন। রায় ঘোষণার সময় দুই আসামি আদালতে উপস্থিত ছিলেন।
দণ্ডিতরা হলেন শিশুটির মা কণা বেগম ও তার দুই প্রেমিক শাহিন নলী এবং রুহুল আমিন নলী। এদের মধ্যে শাহিন নলী পালাতক রয়েছে।
২০১৩ সালের ২১ ফেব্রুয়ারি দুপুর দেড়টায় দিকে কণা বেগমের সঙ্গে তার দুই পরকীয়া প্রেমিকের মেলামেশার বিষয়টি দেখে ফেলে ছেলে রনি। পরে বিষয়টি যেন কেউ জানতে না পারে তার জন্য নিজ ছেলেকে দুই প্রেমিকের সহায়তায় গলা চেপে হত্যা করে কণা বেগম।
আরও পড়ুনঃ
খুলনায় গৃহবধূ হত্যা মামলায় স্বামীসহ ৩ জনের মৃত্যুদণ্ড
সিলেটে রায়হান হত্যা: সিসিটিভিতে গণপিটুনির প্রমাণ নেই
শিশু অপহরণ ও হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড
সন্তান হত্যা মামলায় মাসহ ৩ জনের যাবজ্জীবন
এরপর রনিকে সাপে কেটেছে প্রচার দিয়ে মরদেহ দাফন করতে গেলে স্থানীয় মেম্বারের বিষয়টি সন্দেহ হয়। তিনি দাফনে বাধা দেন। খবর পেয়ে রনির বাবা দিনমজুর লতিকুল্লাহ দুয়ারী চট্টগ্রাম থেকে রতনপুর আসেন। পরদিন তিনি বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কাজীরহাট থানায় অজ্ঞাতদের আসামি করে একটি হত্যা মামলা করেন।
এই মামলায় ২৪ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালতের বিচারক আজ তিন আসামিকেই যাবজ্জীবন কারাদণ্ড দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী লস্কর নূরুল হক আরটিভি নিউজকে বলেন, মামলার রায়ে তারা সন্তুষ্ট।
জেবি
মন্তব্য করুন