• ঢাকা শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
logo

শিশু অপহরণ ও হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

জয়পুরহাট প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১২ অক্টোবর ২০২০, ১৫:৫৯
5 people sentenced, to death in child abduction, rtv news
রায় শোনার অপেক্ষায় জনাকীর্ণ আদালত

জয়পুরহাটের পাঁচবিবিতে শিশু অপহরণ ও হত্যার ঘটনায় ৫ জনের মৃত্যুসহ প্রত্যেককে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দিয়েছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল।

সোমবার দুপুরে এক জনাকীর্ণ আদালতে এ রায় দেন ওই আদালতের বিচারক মো. রুস্তম আলী।

দণ্ডপ্রাপ্তরা হলেন-পাঁচবিবি উপজেলার রশিদপুর মোলান গ্রামের উত্তম কুমার সরকার (২৯), বিরেন চন্দ্র বর্মন ওরফে বিরেশ চন্দ্র বর্মন (৩৮), সন্তোষ কুমার সরকার ওরফে কেটলু (২৮), বিনধারা গ্রামের মোস্তাফিজুর রহমান ওরফে রাব্বু (৩৮) ও ওবাইদুল ইসলাম (২৫)।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১৫ সালের ২২ ডিসেম্বর দুপুরে একই উপজেলার রশিদপুর মোলান গ্রামের পরেশ চন্দ্রের আড়াই বছরের শিশু কন্যা আরাধা রানী বাড়ির পাশে খেলা করছিল। একপর্যায়ে দণ্ডপ্রাপ্ত আসামিরা শিশুটিকে অপহরণ করে নিয়ে যাওয়ার পর মুক্তিপণ দাবি করেন।

মুক্তিপণ না পেয়ে আসামিরা শ্বাসরোধ করে হত্যার পর শিশুটির মরদেহ রশিদপুর মোলান বাজারের পাশে একটি পুকুর পাড়ের ঝোঁপের মধ্যে ফেলে রেখে পালিয়ে যায়।

পরে ২৫ ডিসেম্বর স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে শিশু আরাধার মরদেহ উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ময়নাতদন্ত সম্পন্ন করে।

এ ব্যাপারে শিশুটির বাবা বাদী হয়ে ২২ডিসেম্বর পাঁচবিবি থানায় যে অপহরণ মামলা করেন তা পরবর্তীকালে অপহরণ ও হত্যা মামলা হিসেবে পুলিশ আমলে নেয়।

এ হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ততা পেয়ে পুলিশ ওই পাঁচ আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন।

দীর্ঘ শুনানি শেষে এক জনাকীর্ণ আদালতে ওই পাঁচজনের প্রত্যেককে অপহরণ মামলায় যাবজ্জীবন ও হত্যা মামলায় প্রত্যেককে মৃত্যুদণ্ড দেন।

আসামিপক্ষের আইনজীবী রায়হান নবী বলেন, আমরা ন্যায়বিচার পাইনি। উচ্চ আদালতে আপিল করব।

জয়পুরহাট আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মণ্ডল আরটিভি নিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জেবি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে যুবকের পা বিচ্ছিন্ন
জামালপুরে শিশু ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন
চুরি দেখে ফেলায় মা-ছেলেকে হত্যা, ৩ জনের মৃত্যুদণ্ড
নড়াইলে শিশু হত্যায় পাঁচজনের যাবজ্জীবন