ময়মনসিংহের মুক্তাগাছায় ১৬টি গরু চুরির মামলার পাঁচজন আসামিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ্ কামাল আকন্দ জানান, গেলো ২৭ সেপ্টেম্বর মুক্তাগাছা সদরের আরব এগ্রো ফার্মের দারোয়ানকে বেঁধে ১৬টি গরু নিয়ে যায় দুর্বৃত্তরা।
আরও পড়ুনঃ
পরদিন মুক্তাগাছা থানায় মামলা হলে গোয়েন্দা পুলিশ অভিযানে নামে এবং বিভিন্ন স্থান থেকে রাব্বানী হোসেন, শহীদুল ইসলাম, মাসুদ রানা, সবুজ হোসেন ও হুমায়ুন কবীর নামে পাঁচজনকে গ্রেপ্তার করে।
তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত তালা কাটার মেশিন, চাকু, প্রাইভেটকার ও ট্রাক উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে তিনজন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
জেবি