• ঢাকা মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
logo

কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

আরটিভি নিউজ

  ১২ অক্টোবর ২০২০, ২৩:৩৬
কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ
ফাইল ছবি

কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌপথে বন্ধ রয়েছে ফেরি চলাচল। আজ সোমবার দুপুর সাড়ে ৩টার পর থেকে ফেরি চলাচল স্থগিত রেখেছে ঘাট কর্তৃপক্ষ।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) কাঁঠালবাড়ি-শিমুলিয়া ঘাট সূত্র জানায়, সকালে শিমুলিয়া থেকে অল্প যানবাহন নিয়ে ছেড়ে আসা কাকলি ও ফরিদপুর নামের দুটি ফেরি নির্মাণাধীন পদ্মা সেতুর চায়না নৌ-চ্যানেলের কাছাকাছি এলে ডুবোচরে আটকে যায়। এরপর বেলা ১১টার দিকে শিমুলিয়া থেকে ছেড়ে আসা কিশোরী নামে আরও একটি ফেরি নৌ-চ্যানেলে সৃষ্টি হওয়া ডুবোচরে আটকে যায়। পরে সব ধরনের দুর্ঘটনা এড়াতে উভয় ঘাট থেকে ফেরি চলাচল সাময়িক স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় ঘাট কর্তৃপক্ষ।

কাঁঠালবাড়ি ফেরি ঘাটের ব্যবস্থাপক আব্দুল আলিম বলেন, ডুবোচর থাকায় কোনও ফেরি চলতে পারছে না। দুপুর সাড়ে ৩টার পর থেকে সব ফেরি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বিআইডব্লিউটিসি শিমুলিয়া ঘাটের মেরিন কর্মকর্তা আহমদ আলী বলেন, আজ শিমুলিয়া থেকে ছাড়া তিনটি ফেরিই ডুবোচরে আটকে যায়। আটকে যাওয়ার ওই স্থানে সারা রাত ড্রেজিং করে বালু কাটা হবে। সকাল থেকে ফেরি চলতে পারবে বলে আশা করছি।

এসএস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৬ ঘণ্টা পর দুই নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক
ঘন কুয়াশায় আরিচা-কাজিরহাট, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ
শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল শুরু
ঘন কুয়াশায় শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ