• ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
logo

গৃহবধূ নির্যাতন: প্রধান আসামি দেলোয়ারকে তোলা হতে পারে আদালতে (ভিডিও)

নোয়াখালী প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৩ অক্টোবর ২০২০, ১২:৫৩

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন করার ঘটনায় দায়ের করা মামলার মূল আসামি দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ারকে জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তিন নম্বর আমলি আদালত বেগমগঞ্জ এর বিচারক মাসফিকুল হকের আদালতে তোলা হতে পারে আজ।

মূলহোতা দেলোয়ারকে গেলো ৫ অক্টোবর নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানা এলাকা থেকে অস্ত্রসহ আটক করে র‌্যাব। এদিকে হবিগঞ্জ থেকে পিবিআইয়ের হাতে আটক হওয়া সামছুদ্দিন সুমনকে একই সময়ে আদালতে উঠানোর কথা রয়েছে।

এদিকে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের করার ঘটনায় দায়ের করা মামলায় তিনটি মামলায় এখন পর্যন্ত মোট ১১ জনকে আটক করা হয়েছে তার মধ্য আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে ৯ আসামিকে রিমান্ডে নেয়া হয়েছে।

এদের মধ্য পাঁচজনকে ১৬৪ ধারায় জবানবন্দি শেষে পাঁচজনকে এবং রিমান্ড শেষে দুইজনকে মোট সাতজনকে কারাগারে পাঠানো হয়েছে। বাকি দুইজনের এখনও রিমান্ড চলছে।

আরও পড়ুনঃ

সালিসের টাকা পেল না দলবেঁধে ধর্ষণের শিকার কিশোরী

গৃহবধূ নির্যাতন: প্রধান আসামি দেলোয়ারকে তোলা হতে পারে আদালতে

প্রসঙ্গত গেলো ২ সেপ্টেম্বার নোয়াখালীর বেগমগঞ্জের একলাশপুরে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ায় নোয়াখালীসহ দেশব্যাপী আলোড়ন সৃষ্টি হয়।

এ ঘটনায় নির্যাতিতা গৃহবধূর দায়ের করা তিনটি মামলায় ১১ জনকে গ্রেপ্তার করে পুলিশ।

জেবি/ এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পটুয়াখালীতে গৃহবধূকে হত্যা করে দুর্ধর্ষ ডাকাতি
সাজাপ্রাপ্ত আসামিকে রাষ্ট্রপতির ক্ষমার ক্ষমতা চ্যালেঞ্জ করে রিট
প্রেমিকের হাত ধরে বাংলাদেশে ভারতীয় গৃহবধূ, অতঃপর...
চাঁদপুরে ২০ মামলার পলাতক আসামি রাসেল গ্রেপ্তার