• ঢাকা বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১
logo

পরিবারের সঙ্গে ফোনে কথা বলতে পারবেন না ওসি প্রদীপ (ভিডিও)

চট্টগ্রাম প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৩ অক্টোবর ২০২০, ১৬:১০

অর্থ আত্মসাত ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের দায়ের করা মামলায় চট্টগ্রাম আদালতে হাজির করা হয়েছে বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাশকে।

আজ মঙ্গলবার বেলা একটার দিকে চট্টগ্রাম মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমানের আদালতে তোলা হয়।

দুদকের আইনজীবী মাহমুদুল হক জানান, কারাগার থেকে ফোনে যাতে প্রদীপ তার পরিবারের সদস্য ও আইনজীবীদের সঙ্গে কথা বলতে পারে সেই অনুমতির জন্য আদালতে আবেদন করেন প্রদীপের আইনজীবীরা। শুনানি শেষে আদালত তা না মঞ্জুর করেন। আসামিপক্ষের আইনজীবী রানা দাশ গুপ্ত জানিয়েছেন, উচ্চ আদালতে যাওয়ার কথা আসামিপক্ষ আপতত ভাবছে না। এর আগে করা পুলিশ প্রহরার মধ্যে তাকে চট্টগ্রাম কারাগার থেকে আদালতে নিয়ে আসা হয়। এর আগে ১৪ সেপ্টম্বর জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় তাকে গ্রেপ্তায় দেখায় আদালত।

আরও পড়ুনঃ

ওসি প্রদীপ ও স্ত্রী চুমকির সম্পত্তি জব্দের নির্দেশ (ভিডিও)

সিনহা হত্যা: স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে আদালতে লিয়াকত

ইজ্জতের হারানো ভয়ে আনোয়ারকে ঘরে ডাকে তরুণী!

স্কুল শিক্ষিকাকে ধর্ষণের অভিযোগে রংপুর ছাত্রলীগের সভাপতিকে অব্যাহতি

তিন কোটি ৯৫ লাখ পাঁচ হাজার ৬৩৫ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন, সম্পদের তথ্য গোপন ও মানিলন্ডারিংয়ের অভিযোগে ২৩ আগস্ট মামলাটি দায়ের করে দুদক।

জেবি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বুধবার চট্টগ্রাম আদালত বর্জনের ঘোষণা আইনজীবীদের
চট্টগ্রামে আওয়ামী লীগের ৬ নেতাকর্মী আটক
অনাগত সন্তানের মুখ দেখে যেতে পারলেন না আইনজীবী সাইফুল
জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ইউনিফিলে অংশ নিতে নৌবাহিনীর ৭৫ সদস্যের চট্টগ্রাম ত্যাগ