‘পূর্বের ইতিহাস করাইয়েন না, পুলিশকে শাসিয়ে বললেন নারায়ণগঞ্জের সেই মিরু
যান চলাচল স্বাভাবিক করতে রাস্তা থেকে সরে যেতে বলায় নারায়ণগঞ্জ পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) মতিন নামে এক পুলিশ সদস্যকে ধমক দিয়েছেন কুতুবপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মীর হোসেন মীরু।এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে।
এসপি হারুন অর রশীদের সময়ে চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন মীরু।
গেলো ১২ অক্টোবর সকালে পাগলা বাজার আফসার করিম প্লাজার সামনের সড়কে একটি মানববন্ধন হয়।
ওই মানববন্ধন শেষ হলে গোয়েন্দা পুলিশের সদস্য রাস্তা ফাঁকা করতে বলেন স্থানীয় যুবকদের।ওই সময় একটি রিকশায় বসা ছিলেন মীরু। তিনি রিকশায় বসেই পুলিশ সদস্যকে ধমক দেন।এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
ভিডিওতে দেখা গেছে, রিকশায় বসে মিরু পুলিশ সদস্যকে বলছেন, আপনে আওয়ামী লীগ করেন? আপনে বিএনপি করেন? আপনে যুবলীগ করেন? আপনে ছাত্র লীগ করেন? জাতীয় পার্টি করেন? আপনে ধমক দিবেন কেন পোলাপানরে। পূর্বের ইতিহাস কিন্তু করায়েন না।
এ সময় সেই পুলিশ সদস্য মীরুকে কিছু বুঝানোর চেষ্টা করলেও বিফল হন। মীরু একটানা ধমকের সুরে বলেই চলে। আঙ্গুল নেড়ে চোখ রাঙানি দেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার দিন নিহত রাজিব হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সেই মানববন্ধনে কুতুবপুর ইউনিয়ন ১৪ পঞ্চায়েত কমিটির সভাপতি মোজাফফর সিং, কুতুবপুর ইউনিয়ন ছয় নম্বর ওয়ার্ড কমিউনিটিং পুলিশের সভাপতি আব্দুর রাজ্জাক হাওলাদার, কুতুবপুর ইউনিয়ন কৃষকলীগের সভাপতি রশিদ মোল্লাসহ অনেকেই উপস্থিত ছিলেন।
তবে পুলিশ সদস্যকে ধমক দেয়ার সময় তারা কেউ মীরুর বিরুদ্ধে প্রতিবাদ করেনি বলে জানান স্থানীয়রা।
এ বিষয়ে মীর হোসেন মীরু জানান, মানববন্ধন শুরুর পূর্বে কুতুবপুরের আলাউদ্দিন মেম্বারের অফিসে বসে ছিল আমার লোকজন। তারা মানববন্ধনের উদ্দেশে আসার সময় রড হাতে দৌড়ানি দেন ডিএসবির ওই সদস্য। শান্তিপূর্ণ একটা কর্মসূচিতে এমন কাজ কেন করবেন তিনি? এজন্য একটু উত্তেজিত হয়ে পড়ছিলাম।
জেবি
মন্তব্য করুন