• ঢাকা শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১
logo

প্রেমে সাড়া না পেয়ে নিজের গলায় ছুরিকাঘাত

নেত্রকোনা প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৯ অক্টোবর ২০২০, ২১:৫০
প্রেমে সাড়া না পেয়ে নিজের গলায় ছুরিকাঘাত
ফাইল ছবি

নেত্রকোনার মদনে স্কুলছাত্রীর প্রেমে সাড়া না পেয়ে নিজের গলায় ছুরিকাঘাত করেছে রাকিব হাসান (১৭) নামে কিশোর।

ঘটনাটি ঘটেছে সোমবার (১৯ অক্টোবর) দুপুরে উপজেলার মদন-নেত্রকোনা সড়কের ওয়ার খালের বটতলায়। রাকিব হাসান চানগাও ইউনিয়নের শাহপুর পশ্চিম পাড়ার নূর নবীর ছেলে।

তবে আহত রাকিব জানান, ওই ছাত্রীর সঙ্গে প্রেম করায় রিজন, রাহিম, শান্ত ও মাহিম আমাকে ছুরি দিয়ে গলায় ৫/৬টি আঘাত করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার চাহাম উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী উপজেলা সদর থেকে সোমবার দুপুরে প্রাইভেট পড়ে নিজ বাড়ি শাহাপুর পূর্বপাড়া যাওয়ার পথে মদন-নেত্রকোনা সড়কের ওয়ার খালের বটতলা নামক স্থানে পৌঁছলে পূর্ব থেকে ওৎ পেতে থাকা রাকিব ওই ছাত্রীর গতিরোধ করে প্রেম নিবেদন করে। এতে সে সাড়া না দেয়ায় তাকে ছুরিকাঘাত করার চেষ্টা করে। এ সময় সহপাঠী ও পথচারীরা রাকিবকে প্রতিহত করলে রাগে সে নিজেই গলায় ছুরিকাঘাত করতে থাকে। পরে স্থানীয় কয়েকজন তাকে উদ্ধার করে মদন হাসপাতালে নিয়ে আসে। তার অবস্থা আশঙ্কাজনক থাকায় হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত ডাক্তার মারজাহান রুজি তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

দশম শ্রেণির ছাত্রী জানান, মাদকাসক্ত রাকিব প্রায় তাকে প্রেম নিবেদন করে উত্যক্ত করে। এ ব্যাপারে তারা বাবা উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

মদন থানার ওসি আহম্মেদ কবীর হোসেন জানান, ছুরিকাঘাতের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

এসএস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তাকে দুর্বৃত্তদের ছুরিকাঘাত
প্রকাশ্যে ক্রাইম পেট্রোল অভিনেতাকে ছুরিকাঘাত
সাঁথিয়ায় সাবেক স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন
ঝিনাইদহে জমিজমা বিরোধের জেরে যুবককে ছুরিকাঘাত