• ঢাকা শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১
logo

মাদরাসার শিক্ষকের কাছে ধর্ষণের শিকার শিক্ষার্থী

চট্টগ্রাম,প্রতিনিধি।

  ১৯ অক্টোবর ২০২০, ২৩:২৮

চট্টগ্রামের বাঁশখালীর চাম্বল ইউনিয়নের পশ্চিম চাম্বল ফোরকানিয়া মাদরাসায় ১১ বছরের এক শিক্ষার্থী শিক্ষকের কাছে ধর্ষণের শিকার হয়েছেন।

সোমবার (১৯ অক্টোবর) বিকালে এ ঘটনায় ভিকটিমের মা বাঁশখালী থানায় মামলা দায়ের করেন। তবে ঘটনা জানাজানি হবার পর অভিযুক্ত শিক্ষক পালিয়ে গেছেন।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল জানান, অভিযুক্ত শিক্ষক মোজাম্মেল হক বাঁশখালীর চাম্বল ইউনিয়নের পশ্চিম চাম্বল ফোরকানিয়া মাদরাসার হাফেজ ছিলেন। ওই মাদরাসায় প্রতিদিন সকালে আরবি শেখান হাফেজ মোজাম্মেল। ওই ছাত্রী সেখানে কোরআন শিখতে যেতেন।

মেয়েটি পুলিশের কাছে অভিযোগ করেছেন, ছুটির পরও মাদরাসা পরিচ্ছন্ন করার কথা বলে তাকে রেখে দিতেন মোজাম্মেল। পরে তাকে জোর করে ধর্ষণ করেন।

বিষয়টি গোপন রাখার জন্য ভয়ভীতি দেখানোর পাশাপাশি তার পরিবারকে টাকা দেয়ারও প্রলোভন দেখায় ধর্ষক মোজাম্মেল। সোমবার বিষয়টি জানাজানির পর মেয়েটির মা বাদী হয়ে বাঁশখালী থানায় মামলা দায়ের করেন।

জিএম/ এমআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা
‘কথায় কথায় গুলি ছোড়া’ সাজ্জাদের সহযোগী গ্রেপ্তার 
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৪ কিলোমিটারে যানজট
নির্বাচন অফিসে তথ্য নিতে এসে রোহিঙ্গা নাগরিক আটক