• ঢাকা মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪, ৪ অগ্রহায়ণ ১৪৩১
logo

জয়পুরহাটে ইউপি চেয়ারম্যানসহ ৭ জুয়াড়ি জেল হাজতে

জয়পুরহাট প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৯ অক্টোবর ২০২০, ২৩:২৯
জয়পুরহাটে ইউপি চেয়ারম্যানসহ ৭ জুয়াড়ি জেল হাজতে
চেয়ারম্যানসহ ৭ জুয়াড়ি জেল হাজতে

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ছাতিনালী বাজার এলাকা থেকে জুয়া খোলার সময় আওলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাকসহ সাত জুয়াড়িকে আটক করেছে পুলিশ।

সোমবার (১৯ অক্টোবর) বিকেলে জুয়াড়িদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয় বলে বিষয়টি নিশ্চিত করেন পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান ।

আটককৃতরা হলেন- উপজেলার আওলাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, ছাতিনালী গ্রামের আমিরুল ইসলাম (৫০), জুয়েল মণ্ডল (৩৪), পানিয়াল গ্রামের এফ এম রেজুয়ান নবী (৪৩), ঝিনাইল গ্রামের মিজানুর রহমান (৩০), মাহাতাব শেখ (৪০) মিলন মিয়া (৩৪)।

ওসি মনসুর রহমান জানান, রোববার গভীর রাতে ছাতিনালী বাজারে চেয়ারম্যানের নিজস্ব গদিঘরে জুয়া খেলা হচ্ছে এমন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। দীর্ঘদিন যাবত চেয়ারম্যান তার লোকদের নিয়ে একই জায়গায় জুয়ার আসর বসিয়ে জুয়া খেলে আসছিল। এ সময় ঘটনাস্থল থেকে ৫ হাজার ৫শ’ টাকাসহ জুয়া খেলার সরঞ্জাম জব্দ করা হয়।

এসএস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নেত্রকোণায় দুই জুয়াড়িকে আটক করল সেনাবাহিনী
আবাসিক হোটেল থেকে ৭ জুয়াড়ি গ্রেপ্তার
জুয়ার আসরে অভিযান, ৬ জুয়াড়ি আটক