• ঢাকা মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪, ৪ অগ্রহায়ণ ১৪৩১
logo

ভারত থেকে অস্ত্র এনে সন্ত্রাসীদের কাছে বিক্রি, আটক এক

জয়পুরহাট প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২০ অক্টোবর ২০২০, ১০:২৮
Criminal with RAB
র‍্যাবের সঙ্গে অপরাধী

জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার রতনপুর (উত্তরপাড়া) এলাকা থেকে ১টি বিদেশী পিস্তল, ১টি ওয়ান শুটারগান, ২টি ম্যাগাজিন ৫ রাউন্ড গুলিসহ এক শীর্ষ অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৫) এর সদস্যরা ।

মঙ্গলবার (২০ অক্টোবর) ভোর রাতে নিজ বাড়ির শয়নকক্ষ থেকে অস্ত্রসহ আটক করা হয়। আটক অস্ত্র ব্যবসায়ী আব্দুর রশীদ একই উপজেলার রতনপুর গ্রামের মৃত মনছের আলীর ছেলে।

জয়পুরহাট র‍্যাব-৫ ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এম এম মোহাইমেনুর রশিদ জানান, আটককৃত অস্ত্র ব্যবসায়ী আব্দুর রশীদ ভারত থেকে অবৈধ পথে অস্ত্র এনে মজুত করে দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাসীদের কাছে বিক্রি করে আসছিলেন। এমন গোপন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে নিজ বাড়ির শয়নকক্ষ থেকে পিস্তল, ওয়ান শুটারগান, গুলি ম্যাগাজিনসহ তাকে আটক করা হয়। অস্ত্র, মাদক কারবার ও চোরাচালান সিন্ডিকেটের একজন সক্রিয় সদস্য আব্দুর রশিদ।

পাঁচবিবি থানায় রশিদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে বলেও জানান ক্যাম্প কমান্ডার।

আরও পড়ুনঃ

নিক্সন চৌধুরীর জামিন শুনানি আজ

হাসপাতালে গৃহবধূর লাশ ফেলে পালিয়েছেন স্বামী

জিএম

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জয়পুরহাটে এক ঘণ্টার পুলিশ সুপার শিক্ষার্থী রোজা
মহাখালীতে শিক্ষার্থীদের সড়ক ও রেলপথ অবরোধ, আটকে আছে ২ ট্রেন
নেত্রকোণায় দুই জুয়াড়িকে আটক করল সেনাবাহিনী
পাবনায় ২৪ ঘণ্টার ব্যবধানে ৩ জনকে কুপিয়ে হত্যা, আটক ৩