ঢাকারোববার, ২৭ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২

সন্তানের সামনে স্ত্রীকে কুপিয়ে হত্যা করলো স্বামী!

নাটোর প্রতিনিধি, আরটিভি নিউজ

মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২০ , ১২:৫৬ পিএম


loading/img
হত্যা (প্রতীকী ছবি)

নাটোরের পারিবারিক কলহের জের ধরে আনোয়ারা বেগম শিল্পী নামে দুই সন্তানের জননীকে কুপিয়ে হত্যা করেছে স্বামী মইনুল ইসলাম। 

বিজ্ঞাপন

রোববার (২৬ অক্টোবর) রাতে নাটোর সদর উপজেলার নারায়ণপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আনোয়ারা বেগম নারায়নপুর গ্রামের মইনুল ইসলামের স্ত্রী এবং একই এলাকার বাহার উদ্দিনের মেয়ে ।

পুলিশ ও এলাকাবাসী জানায়, নারায়নপুর গ্রামের মনিরুল ইসলাম ঢাকায় চাকরি করতেন। কয়েকদিন আগে ঢাকা থেকে সে বাড়িতে আসে। এরপর থেকে স্ত্রী শিল্পীর সাথে পারিবারিক বিষয়ে মনো মালিন্য দেখা দেয়। এ নিয়ে দুজনের মধ্যে কলহ লেগেই থাকতো। গতকাল সোমবার রাতে কলহের এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে মনিরুল ইসরাম ধারালো অস্ত্র দিয়ে শিল্পীকে উপুর্যপরি কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। এ সময় শিল্পীর শিশু সন্তানের আর্তচিৎকারে স্থানীয়রা ছুটে আসে এবং মুমুর্ষ অবস্থায় শিল্পীকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শিল্পীকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

এ বিষয়ে নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, সংবাদ পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। পারিবারিক বিরোধে এ হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

জিএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |