• ঢাকা মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
logo

নেশা করার জন্য হোমিওপ্যাথিক ওষুধ খেয়ে ব্যবসায়ীর মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০২ নভেম্বর ২০২০, ১১:৪২
Death of a businessman, by taking homeopathic medicine, rtv news
সাতক্ষীরা

সাতক্ষীরার তালা উপজেলায় নেশা করার জন্য হোমিওপ্যাথিক ওষুধ খেয়ে এক কাপড় ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

গতকাল রোববার দুপুরে উপজেলার খেশরা ইউনিয়নের এ ঘটনা ঘটে। পরে সনৎ বাছাড় নামের ওই ব্যক্তিকে গুরুতর অবস্থায় প্রথমে তালা ও পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত ১০টার দিকে তার মৃত্যু হয়।

খেশরা ইউনিয়নের দক্ষিণ শাহাজাতপুর গ্রামের হরিপদ বাছারের ছেলে সনৎ বাছারের শাহাজাতপুর বাজারে কাপড়ের ব্যবসা ছিল।

শাহাজাতপুর বাজারের ব্যবসায়ী বাবু সরদার জানান, বাজারের ওষুধের দোকানদার সুনীল দাশ ও এনায়েত আলী হোমিওপ্যাথিক নেশাজাতীয় ওই ওষুধ বিক্রি করেন। তারা নিজেরাই দোকানে এই ওষুধ পৌঁছে দেন। গতকাল দুপুরের দিক সনৎ বাছাড় এই নেশাজাতীয় ওষুধ খেয়ে দুপুরের দিকে অসুস্থ হয়ে পড়েন। প্রথমে তালা হাসপাতাল ও সেখান থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

খেশরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান লিয়াকত হোসেন জানান, গেলো এক মাস ধরে এই এলাকায় দোকানে দোকানে ঘুরে হোমিওপ্যাথিক নেশা জাতীয় ওষুধ বিক্রি করছে দুইজন ব্যক্তি। উঠতি বয়সী যুবকরা এটি খেয়ে নেশা করছে।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল বলেন, শুনেছি নেশাজাতীয় ওষুধ খেয়ে সনৎ বাছার নামের একজন মারা গেছেন। তবে এ ব্যাপারে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জেবি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নড়াইলে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু
লক্ষ্মীপুরে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু
উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে আজ রাষ্ট্রীয় শোক
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত শিশু আরাফাতের মৃত্যু