• ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
logo

ব্রাহ্মণবাড়িয়ায় বিদেশি রিভলবার ও গুলিসহ আটক ২

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৩ নভেম্বর ২০২০, ১৩:৫০
Detained in Brahmanbaria with foreign revolvers and bullets
ব্রাহ্মণবাড়িয়ায় বিদেশি রিভলবার ও গুলিসহ আটক ২

ব্রাহ্মণবাড়িয়া দুটি বিদেশি রিভলবার ও ৩ রাউন্ড গুলিসহ ২ যুবককে আটক করেছে র‌্যাব। আটকরা হলেন, শহরের মৌড়াইল এলাকার জুয়েল (৩২) ও সরাইল উপজেলার হালুয়াপাড়ার সোহাগ (২৯)।

আজ মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সহকারী পরিচালক মোহাম্মদ বেলায়েত হোসেন। এর আগে সোমবার রাতে পৌর শহরের ফুলবাড়িয়া স্ট্যান্ড থেকে তাদের আটক করা হয়।

র‌্যাব-১৪ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে, র‌্যাব ১৪ ভৈরব ক্যাম্পের অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জোবায়ের আহম্মেদ ও স্কোয়াড কমান্ডার এএসপি বেলায়েত হোসেন এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের ২ জনকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে দুটি বিদেশি রিভলবার ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে।
জিএম/পি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দুই ট্রাকভর্তি বিনামূল্যের বই জব্দ, আটক ২
গোয়েন্দা সংস্থার কর্মকর্তা পরিচয়ে চাঁদাবাজি, আটক ২
আখাউড়ায় লরির সঙ্গে ধাক্কা লেগে কিশোর নিহত
স্বামী মোবাইলে তালাক বলায় গৃহবধূর আত্মহত্যা