• ঢাকা মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১
logo

টাঙ্গাইলে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত দুই

টাঙ্গাইল (উত্তর) প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১২ নভেম্বর ২০২০, ১৬:৫৬
Two killed, in truck-autorickshaw, collision, rtv news
টাঙ্গাইল

টাঙ্গাইলের ঘাটাইলে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই নারী নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুসহ আহত হয়েছে আরও পাঁচজন।

আজ দুপুর দুইটার দিকে উপজেলার গারোবাজার-সাগরদিঘী সড়কের গারোবাজার মুরাইদ ক্লিনিকের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, জামালপুর জেলার সরিষাবাড়ির উপজেলার রুদ্রবয়ড়া গ্রামের মোশারফ হোসেনের স্ত্রী শাহিনা বেগম (২২), একই উপজেলার চর ভিন্নপুর গ্রামের আব্দুর রশিদের স্ত্রী করুনা বেগম (৩০)।

ঘাটাইলের সাঘরদিঘী ফাঁড়ির ইনচার্জ মো. জাকির হোসেন জানান, পরিবারের সদস্যরা ভাড়া করা একটি সিএনজিচালিত অটোরিকশায় করে গাজীপুর থেকে সরিষাবাড়ির দিকে যাচ্ছিল। দুপুর দুইটার দিকে অটোরিকশাটি গারোবাজারসংলগ্ন মুরাইদ কমিউনিটি ক্লিনিকে কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি খালি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই অটোরিকশায় থাকা করুনা বেগম মারা যায়। পরে শিশুসহ ছয়জনকে আহতবস্থায় মধুপুর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানোর পর সেখানে চিকিৎসাধীন অবস্থায় করুনা বেগমের ছোট ভাইয়ের স্ত্রী শাহিনা বেগম মারা যায়। ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে।

জেবি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কুমিল্লায় ট্রেনের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষ, নিহত বেড়ে ৬ 
নাটোরের লালপুরে সড়ক দুর্ঘটনা, নিহত ২
বিক্ষোভে উত্তাল পাকিস্তানে নিহত আরও ৫, সেনা মোতায়েন
কুমিল্লায় রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কা, অটোরিকশার ৫ যাত্রী নিহত