বুড়িমারীতে যুবককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার আরও ১
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারীতে আবু ইউনুছ মো. সহিদুন্নবী জুয়েলকে পিটিয়ে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার রাতে বুড়িমারী জুম্মাপাড়া এলাকা থেকে রাসেল ইসলাম রাজ (২২) নামের যুবককে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।
এ নিয়ে দায়ের করা পৃথক তিন মায়লায় মোট ৩৫ জন আসামিকে গ্রেপ্তার করা হলো।
জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি ওমর ফারুক আরটিভি নিউজকে বলেন, নতুন করে একজনসহ মোট ৩৫ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
প্রসঙ্গত, বিগত ২৯ অক্টোবর ধর্ম অবমাননার গুজব ছড়িয়ে আবু ইউসুফ মো. শহিদুন্নবী জুয়েল নামের ওই যুবককে মসজিদ থেকে বাইরে বের করে এনে স্থানীয় ইউনিয়ন পরিষদের ভেতর নেয়া হলে সেখান থেকে উত্তেজিত জনতা বের করে এনে পিটিয়ে হত্যার পর মরদেহ পুড়িয়ে দেয় ।
জেবি
মন্তব্য করুন