শীতের মৌসুমে এলেই দেশের বিভিন্ন বিলে অতিথি পাখির আনাগোনা বেড়ে যায়। দেশি পাখির সঙ্গে অতিথি পাখি একাকার হয়ে মুগ্ধ পরিবেশ সৃষ্টি করে। কিন্তু এসব পাখি ধরতে কিছু অসাধু চক্র তৎপর হয়ে পড়েন। এজন্যই নাটোরের একটি স্বেচ্ছাসেবী সংগঠন ব্যতিক্রমী একটি উদ্যোগ গ্রহণ করেছে।
নাটোরের চলনবিলে যারা পাখি শিকার করেন তাদেরকে ধরিয়ে দিতে পারলে স্বেচ্ছাসেবী সংগঠনটি একটি শীতের কম্বল উপহার দিচ্ছে। এতে এলাকাবাসীর ভেতর এক ধরনের উৎসাহ কাজ করছে।
শিকারির হাত থেকে চলনবিলের পাখি রক্ষার জন্য ‘চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটি’ আজ শুক্রবার এই কার্যক্রম শুরু করেছে। চলবে পুরো শীত মৌসুম।
চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সভাপতি আখতারুজ্জামান বলেন, শীতের মৌসুমে চলনবিলে পানি কমতে শুরু করায় দেশীয় পাখিসহ অতিথি পাখিরা খাবারের সন্ধানে ঝাঁকে ঝাঁকে আসতে শুরু করেছে। এই সুযোগ কাজে লাগাতে পাখি শিকারিরা নানা কৌশলে পাখি শিকার করতে আসছে চলনবিলে।
শিকারিদের প্রতিহত করতে এই সংগঠনের সীমিত সংখ্যক কর্মী হিমশিম খাচ্ছেন জানিয়ে তিনি বলেন, এই কারণে তারা স্থানীয় জনসাধারণকে পাখি শিকারিদের বিরুদ্ধে দাঁড় করানোর জন্য নানা কার্যক্রম হাতে নিয়েছেন। জনসচেতনতা বৃদ্ধির জন্য লিফলেট বিতরণ করছেন।
এফএ/পি