ঢাকাশনিবার, ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১

‘লিখে যাওয়া মোবাইল ফোনে আমার মরদেহ হস্তান্তর করবেন’

আরটিভি নিউজ

সোমবার, ০১ ফেব্রুয়ারি ২০২১ , ০১:১৯ পিএম


loading/img
ছবি সংগৃহীত

‘আমার মৃত্যুর জন্য কেউই দায়ী নয়। আমার মরদেহ ওই মোবাইল নম্বরে যোগাযোগ করে হস্তান্তর করার জন্য অনুরোধ জানাই’। এমনি এক চিরকুট লিখে নাটোরের মিল্লাত আবাসিক হোটেলে আনোয়ার হোসেন নামে এক যুবক আত্মহত্যা করেন।

বিজ্ঞাপন

গতকাল রোববার সন্ধ্যায় শহরের মাদরাসা মোড় এলাকা থেকে ওই মরদেহটি উদ্ধার করা হয়।

হোটেল কর্তৃপক্ষ জানান, গেলো শনিবার রাত ১০টার দিকে ওই ব্যক্তি নিজের নাম আনোয়ার হোসেন, বাবা এজাজুল, থানা-নন্দীগ্রাম জেলা বগুড়া বলে হোটেলর রেজিস্টারে অন্তর্ভুক্ত করেন।

বিজ্ঞাপন

গতকাল রোববার সারাদিন শেষে বিকেলে হোটেল বয় চেকিং করতে যায়। এ সময় দরজায় কড়া নাড়লেও ভেতর থেকে কোনও সাড়াশব্দ না পাওয়ার বিষয়টি হোটেলের ম্যানেজারকে জানানো হয়। এরপর ম্যানেজার পুলিশে খবর দেন।

পুলিশ ঘটনাস্থলে এসে দরজা ভেঙে সিলিংফ্যানের সঙ্গে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। মরদেহ ময়নাতদন্তের জন্য আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

পুলিশ সেখান থেকে একটা চিরকুট উদ্ধার করে। চিরকুটে লেখা রয়েছে-‘ আমার মৃত্যুর জন্য কেউই দায়ী নয়। আমার মরদেহ ওই মোবাইল নম্বরে যোগাযোগ করে হস্তান্তর করার জন্য অনুরোধ জানাই।

বিজ্ঞাপন

এ বিষয়ে নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম আরটিভি নিউজকে জানান, মরদেহ উদ্ধার করে নাটোর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। এছাড়া তার পরিবারকে সংবাদ দেওয়া হয়েছে।

জেবি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |