ঢাকাবৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

ব্রাহ্মণবাড়িয়া কারাগারের হাজতির মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৪ ফেব্রুয়ারি ২০২১ , ০১:০১ পিএম


loading/img
ছবি সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ায় মো. হুমায়ুন (৪৫) নামে জেলা কাগারের এক হাজতির মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে জেলা সদর হাসপাতালে তার মৃত্যু হয় বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ। মৃত হুমায়ন জেলার কসবা উপজেলার মৃত আব্দুল মালেকের ছেলে।

বিজ্ঞাপন

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের চিকিৎসক ইনজামামুল হক সিয়াম জানান, সকাল সাড়ে ৮টার দিকে কারাগারের হাজতি হুমায়ুন বুকে ব্যথা অনুভব করে। পরে তাৎক্ষণিক তার ইসিজি করে তাকে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। এরপর সেখানে কর্তব্যরত চিকিৎসক হুমায়নকে মৃত ঘোষণা করেন।

ব্রাহ্মণবাড়িয়ার জেলসুপার মো. ইকবাল হোসেন জানান, মাদক মামলার আসামি হয়ে গেলো ২৮ জানুয়ারি কারাগারে আসেন হুমায়ুন। সকালে হঠাৎ করে বুকে ব্যথা হলে তাকে হাসপাতালে পাঠানোর পর সেখানে মৃত্যু হয়।

বিজ্ঞাপন

জেবি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |