ঢাকাবৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

সাংবাদিকের ওপর যুবলীগ নেতার সন্ত্রাসী হামলা

ফেনী প্রতিনিধি,  আরটিভি নিউজ

মঙ্গলবার, ০৯ ফেব্রুয়ারি ২০২১ , ০৭:৫৪ পিএম


loading/img
ফাইল ছবি

ফেনীর সোনাগাজীতে চাঁদা না দেওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও দৈনিক ইত্তেফাকের ক্যাম্পাস প্রতিনিধি সাংবাদিক শরিয়ত উল্যাহর ওপর যুবলীগ নেতার সন্ত্রাসী হামলার অভিযোগ পাওয়া গেছে। গুরুতর আহত সাংবাদিককে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিজ্ঞাপন

মামলার এজহার ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে বাড়িতে আসলে সাংবাদিক শরিয়ত উল্লাহর পরিবারের কাছে চাঁদা দাবি করে সন্ত্রাসী সোনাগাজী আমিরাবাদ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আইয়ুব নবী ফরহাদ। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সোমবার  দুপুর দুইটার দিকে বাড়ি থেকে ডেকে নিয়ে সোনাপুর বাজারের মাঝখানে চরডুব্বা রোডের মাথায় নিয়ে কোনও ধরনের কথা ছাড়াই মারধর শুরু করে।এ সময় ফরহাদের নেতৃত্বে ভাড়াটে সন্ত্রাসীরা শরিয়তকে হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে।স্থানীয়রা উদ্ধার করে প্রথমে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ফেনী জেনারেল হাসপাতালে ভার্তি করা হয়েছে। এ ঘটনায় রাতে থানায় মামলা দায়ের করা হয়েছে।

আরো পড়ুন : আওয়ামী লীগের দুই গ্ৰুপের সংঘর্ষে পুলিশ সাংবাদিকসহ আহত ১০

বিজ্ঞাপন

যুবলীগ নেতার সন্ত্রাসী হামলার বিষয়ে জেলা যুবলীগের সভাপতি দিদারুল কবির রতনকে প্রশ্ন করা হলে তিনি বলেন, কারো অপকর্মের দায় দল নিবে না। তার বিষয়ে দলীয় ফোরামে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে আরটিভি নিউজকে জানান, হামলাকারী সন্ত্রাসী পলাতক। তাকে গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে। অভিযুক্ত চারজনকে আসামি করে মামলা করা হয়েছে।

জেবি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |