• ঢাকা রোববার, ০২ ফেব্রুয়ারি ২০২৫, ১৯ মাঘ ১৪৩১
logo

দল গঠন করতে চাইলে সরকারের দায়িত্ব ছেড়ে দিন: আবদুস সালাম

আরটিভি নিউজ

  ০১ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:২৯
দল গঠন করতে হলে সরকারের দায়িত্ব ছেড়ে দেন: আবদুস সালাম
ফাইল ছবি

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের কেউ দল গঠন করতে চাইলে তাকে আগে সরকারের দায়িত্ব ছেড়ে দিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম।

শনিবার (১ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘আমার দেশ আমার অধিকার’ আয়োজিত এক নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া ছাত্রদের নতুন দল গঠনের পরিকল্পনার প্রসঙ্গ টেনে আবদুস সালাম বলেছেন, ক্ষমতায় থেকে কোনো দল গঠন করা যাবে না, এটা পরিষ্কার কথা। দল গঠন করতে হলে আগে সরকারের দায়িত্ব হস্তান্তর করতে হবে।

তিনি বলেন, ইউনূস সাহেবও যদি মনে করেন যে তার একটা দল গঠন করা দরকার, তাহলে তিনিও সরকার থেকে সরে যাক, তারপর দল করুক।

অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ করে বিএনপির এ নেতা বলেন, ভোটের জন্য ১৫ বছর ধরে লড়াই করলাম। আজ দেখা যাচ্ছে বর্তমান সরকার ভোট নিয়ে টালবাহানা করছে। কারণ হচ্ছে, ভোট দিলে নাকি বিএনপি ক্ষমতায় চলে আসবে। বিএনপি কি জোর করে ক্ষমতায় চলে আসতে পারবে? ভোট হলে যদি জনগণ নির্বাচিত করে, তাতে ইউনূস সরকারের আপত্তিটা কোথায়?

তিনি আরও বলেন, দেশের মানুষকে নিয়ে ছিনিমিনি খেলা উচিত নয়। যারা ব্যাংক থেকে হাজার কোটি টাকা লুট করেছে, তাদের এখনো ধরা হয়নি। উল্টো মানুষের ওপর ট্যাক্স বসাচ্ছেন। জনগণের ওপর ট্যাক্স বসানোর অধিকার আপনাদের কে দিয়েছে? আপনাদের বসানো হয়েছে একটি নিরপেক্ষ নির্বাচন করে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা তুলে দেওয়ার জন্য। দয়া করে, দেশকে অরাজকতার হাতে তুলে দিয়েন না।

এছাড়া সমাবেশে আমার দেশ আমার অধিকারের চেয়ারম্যান শেখ সাখাওয়াত তানজীন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. সোহেল আহমেদ প্রমুখ।

আরটিভি/এসএইচএম/এআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চাঁদাবাজি, টেন্ডারবাজি ও দুর্নীতি বন্ধ হয়নি: ফয়জুল করীম
দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে আ.লীগকে প্রতিহত করা হবে: নুর
বিএনপির দুপক্ষের সংঘর্ষে স্বেচ্ছাসেবক দল নেতা নিহত
দলে যেন আ.লীগের প্রেতাত্মারা ঢুকতে না পারে: মির্জা ফখরুল