ঢাকাশনিবার, ১২ এপ্রিল ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১

ক্ষমতায় থেকে দল গঠন করলে আগুন জ্বলবে: হারুন

আরটিভি নিউজ

সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৫ , ০৮:৪১ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

ক্ষমতায় থেকে নির্বাচন না দিয়ে দল গঠন করলে আগুন জ্বলবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হারুন অর রশিদ। 

বিজ্ঞাপন

সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে গাইবান্ধা জেলা বিএনপির আয়োজনে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধ, পতিত সরকারের বিচার এবং দ্রুত নির্বাচনী রোড ম্যাপ ঘোষণার দাবিতে গণজমায়েত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

অন্তর্বর্তী সরকারের উদ্দেশে হারুন অর রশিদ বলেন, দ্রুত নির্বাচনী রোড ম্যাপ ঘোষণা করে নির্বাচন দিয়ে জনগণের নির্বাচিত সরকার নিয়ে আসুন। তারা দেশের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে আনবে।

বিজ্ঞাপন

তিনি বলেন, ষড়যন্ত্র ও চক্রান্ত করে ক্ষমতায় থেকে নির্বাচন না দিয়ে দল গঠন করলে এদেশে আগুন জ্বলে যাবে। সে আগুন নেভাতে আপনাদের দেশ ছেড়ে পালাতে হবে। শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়েছে কিন্তু আপনাদের পালিয়ে থাকার দেশ খুঁজে পাবেন না। আপনাদেরকে কেউ আশ্রয় দেবে না।

বিএনপির এ নেতা আরও বলেন, নির্বাচন না দেওয়ায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আজ নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। বর্তমান সরকার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে। দেশজুড়ে চাঁদাবাজি, ছিনতাইসহ বিভিন্ন অপর্কম বেড়ে গেছে। দ্রব্যমূল্যের দাম মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় মানুষ অস্বস্তিতে পড়েছে। বর্তমান সরকারকে প্রথম থেকে বিএনপি সহযোগিতা করলেও আজ তাদের সাথে সন্দেহজনক আচরণ করছে।

গণজমায়াতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির রংপুর বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম, কেন্দ্রীয় গ্রামবিষয়ক সম্পাদক আনিছুজ্জমান খান বাবু, জেলা বিএনপির সভাপতি ডা. মইনুল হাসান সাদিক, সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী টুটুল প্রমুখ। 

বিজ্ঞাপন

আরটিভি/এসএইচএম-টি

 

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |