ঢাকাশনিবার, ১২ এপ্রিল ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১

পৌরসভা নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় আ.লীগ নেতা বহিস্কার

রংপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

শনিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২১ , ১০:১৭ পিএম


loading/img
পৌরসভা নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় আ.লীগ নেতা বহিস্কার

আসন্ন পৌরসভা নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করায় রংপুর কাউনিয়া উপজেলা ও হারাগাছ পৌর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদুল হক এরশাদকে আওয়ামী লীগের প্রাথমিক সদস্য পদ থেকে বহিস্কার করা হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (১৩ ফেব্রুয়ারি) রংপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

কাউনিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনারুল ইসলাম মায়া বলেন, চলতি মাসের ২৮ ফেব্রুয়ারি রংপুরের হারাগাছ পৌরসভার নির্বাচন। এ নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন বর্তমান মেয়র হাকিবুর রহমান। কিন্তু দলীয় সিদ্ধান্ত অমান্য করে এরশাদুল হক এরশাদ বিদ্রোহী প্রার্থী হয়েছেন। এ কারণে তাকে প্রাথমিক সদস্য পদ থেকে বহিস্কার করা হয়েছে।

বিজ্ঞাপন

এফএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |