বেনাপোলে ১০ দিন ধরে অচল ব্যাগেজ স্ক্যানার মেশিন

যশোর প্রতিনিধি, আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারি ২০২১ , ১২:০০ পিএম


Baggage scanner machine out of order in Benapole for 10 days,
বেনাপোলে ১০ দিন ধরে অচল ব্যাগেজ স্ক্যানার মেশিন

দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল চেকপোস্ট কাস্টমসের ব্যাগেজ স্ক্যানার মেশিনটি ১০ দিন ধরে অচল অবস্থায় পড়ে আছে। এতে পাসপোর্ট যাত্রীদের মাধ্যমে চোরাচালান হওয়ার সুযোগ রয়েছে। সোমবার (১৫ ফেব্রুয়ারি) বেনাপোল চেকপোস্ট কাস্টমসের রাজস্ব কর্মকর্তা শারমিন জাহান এ তথ্য নিশ্চিত করেন। 

বিজ্ঞাপন

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে গিয়ে দেখা যায়, দুটি থার্মাল স্ক্যানারের মধ্যে আগমন করা যাত্রীদের স্ক্যানার মেশিনটি অচল হয়ে পড়ে আছে। সচল মেশিনটি দিয়েই চলছে ভারতে যাওয়া-আসা পাসপোর্ট যাত্রীদের ব্যাগেজ তল্লাশির কাজ।

ভারত থেকে আসা বাংলাদেশি পাসপোর্ট যাত্রীরা জানান, কাস্টমসের লাগেজ স্ক্যানার নষ্ট থাকায় ব্যাগেজ তল্লাশির জন্য তাদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। এতে তাদের ভোগান্তি পোহাতে হচ্ছে।

বিজ্ঞাপন

রাজস্ব কর্মকর্তা শারমিন জাহান বলেন, কাস্টমসের তল্লাশি কেন্দ্রে দুটি থার্মাল স্ক্যানার দিয়ে পাসপোর্ট যাত্রীদের ব্যাগেজ তল্লাশির কাজ করা হয়ে থাকে। এর মধ্যে গত ৫ ফেব্রুয়ারি হঠাৎ একটি স্ক্যানার নষ্ট হয়ে যায়। ফলে ভারতে যাওয়া পাসপোর্ট যাত্রীদের ব্যাগেজ স্ক্যানার দিয়েই আসা-যাওয়া করা যাত্রীদের ব্যাগেজ তল্লাশি করা হচ্ছে। বিষয়টি আমরা ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছি। আশা করছি শিগগিরই এ সমস্যার সমাধান হবে।
জিএম/পি
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission