ঢাকাশনিবার, ০৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

নড়াইলে পোশাক পেলো এতিম শিশুরা

নড়াইল প্রতিনিধি, আরটিভি নিউজ

শুক্রবার, ১৯ ফেব্রুয়ারি ২০২১ , ০৩:০১ পিএম


loading/img
ছবি আরটিভি নিউজ

নড়াইলের সদর উপজেলার আজিজুর রহমান ভূইয়া বালিকা সমাজসেবা এতিমখানার দুঃস্থ ও এতিম দেড়শ জন ছাত্রীদের মধ্যে নতুন পোশাক বিতরণ করা হয়েছে। সমাজসেবক মোছা. সোহেলী পারভীন শিলার নিজ অর্থায়নে (থ্রি-পিচ) বিতরণ করা হয়।

বিজ্ঞাপন

শুক্রবার সকাল ১০টায় এতিমখানা মাঠ প্রাঙ্গণে মো. সেকেন্দার হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে মোছা. সোহেলী পারভীন শিলা উপস্থিত থেকে এই পোশাক দুঃস্থ ও এতিমদের হাতে তুলে দেন। এছাড়া এতিমদের মধ্যে উন্নত খাবার প্যাকেটও তুলে দেওয়া হয়।

বিজ্ঞাপন

এ সময় উপস্থিত ছিলেন মো. মিজানুর রহমান খান দিপু, এতিমখানার সুপার আব্দুল কাদের, আব্দুল জলিল মৃধা, মো. আমির হোসেন, মো. সাহিদুর রহমান ভূইয়াসহ এতিমখানার সকল ছাত্রী ও শিক্ষকরা। এতিমখানার মেয়েরা নতুন কাপড় পেয়ে আনন্দিত। এই এতিমখানায় মেয়েদের যোগ্যতাসম্পন্ন শিক্ষক এবং শিক্ষিকা দ্বারা পাঠ দান করা হয়। এখানে শিক্ষার মান অনেক উন্নত।

জেবি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |