নড়াইলের সদর উপজেলার আজিজুর রহমান ভূইয়া বালিকা সমাজসেবা এতিমখানার দুঃস্থ ও এতিম দেড়শ জন ছাত্রীদের মধ্যে নতুন পোশাক বিতরণ করা হয়েছে। সমাজসেবক মোছা. সোহেলী পারভীন শিলার নিজ অর্থায়নে (থ্রি-পিচ) বিতরণ করা হয়।
শুক্রবার সকাল ১০টায় এতিমখানা মাঠ প্রাঙ্গণে মো. সেকেন্দার হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে মোছা. সোহেলী পারভীন শিলা উপস্থিত থেকে এই পোশাক দুঃস্থ ও এতিমদের হাতে তুলে দেন। এছাড়া এতিমদের মধ্যে উন্নত খাবার প্যাকেটও তুলে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন মো. মিজানুর রহমান খান দিপু, এতিমখানার সুপার আব্দুল কাদের, আব্দুল জলিল মৃধা, মো. আমির হোসেন, মো. সাহিদুর রহমান ভূইয়াসহ এতিমখানার সকল ছাত্রী ও শিক্ষকরা। এতিমখানার মেয়েরা নতুন কাপড় পেয়ে আনন্দিত। এই এতিমখানায় মেয়েদের যোগ্যতাসম্পন্ন শিক্ষক এবং শিক্ষিকা দ্বারা পাঠ দান করা হয়। এখানে শিক্ষার মান অনেক উন্নত।
জেবি