ঢাকাশনিবার, ১২ এপ্রিল ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১

খাগড়াছড়িতে সাংবাদিকদের মানববন্ধন

খাগড়াছড়ি প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ২৪ ফেব্রুয়ারি ২০২১ , ০৫:১৭ পিএম


loading/img
ছবি আরটিভি নিউজ

নোয়াখালীর বসুরহাটে নিহত সাংবাদিক বোরহান উদ্দিন মোজাক্কিরের হত্যাকারীদের চিহ্নিত করে দ্রুত বিচারের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন করেছে জেলায় কর্মরত সাংবাদিকরা।

বিজ্ঞাপন

খাগড়াছড়ি প্রেসক্লাব, সাংবাদিক ইউনিয়ন ও টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন আয়োজিত মানববন্ধন আজ বুধবার সকালে খাগড়াছড়ি প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত হয়।

খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপ চৌধুরীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু তাহের মাহমুদ, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সৈকত দেওয়ান, টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল।

বিজ্ঞাপন

এ সময় বক্তারা অভিযোগ করে বলেন, পুলিশ বিভিন্ন জায়গা থেকে সাংবাদিক মোজাক্কিরের হত্যার সময়কার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করলেও এখন পর্যন্ত হত্যার সঙ্গে জড়িতদের কাউকেই আটক করতে পারেনি। হত্যাকারিদের দ্রুত গ্রেপ্তারে পুলিশের জোরালো ভূমিকা রাখার দাবি জানান। সেইসঙ্গে সাগর রুনিসহ সকল সাংবাদিক হত্যা নির্যাতনের রহস্য দ্রুত উদঘাটনে প্রশাসনকে তৎপর হওয়ার  আহ্বান জানান।

জেবি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |