নিকাহনামায় কাজী ভুল তথ্য দেওয়ায় এক দম্পতির সংসার ভেঙেছে। বরের নিকট কাজী প্রেরিত সত্যায়িত প্রতিলিপিতে দেন মোহর পরিশোধ। অন্যদিকে কনের প্রতিলিপিতে দেন মোহরের টাকা পরিশোধ লেখেননি রেজিস্ট্রার। কাজীর ভুল সিদ্ধান্তে দম্পতির মাঝে মনোমালিন্য হওয়ায় সংসার ভেঙেছে। ঘটনাটি ঘটেছে ঢাকার ধামরাইয়ে।
মিজানুর রহমান তার স্ত্রীকে তালাক দিয়েছেন। অন্যদিকে স্ত্রী দেনমোহর ও যৌতুক আইনে মামলা করেছেন। কাবিননামায় সঠিক তথ্য প্রদান না করায় প্রতারণার শিকার হয়েছেন মর্মে ভুক্তভোগী মিজানুর রহমান নিকাহ রেজিস্ট্রারের বিরুদ্ধে থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
আরও পড়ুন : ঢাকায় সেক্স টয় বিক্রেতা ও সরবরাহকারী ৬ জন গ্রেপ্তার
জানা গেছে, ২০১৭ সালের ১৬ জানুয়ারি রোজিনা আক্তার ও মিজানুর রহমানের বিয়ে হয়। বিবাহ রেজিস্ট্রি করেন ধামরাই পৌরসভার কাজী মাওলানা আলিম উদ্দিন। চলতি বছরের ১৬ ফেব্রুয়ারি কাজী আলিম উদ্দিনের কাছ থেকে নিকাহনামার সত্যায়িত প্রতিলিপি উত্তোলন করেন রোজিনা আক্তার। এতে এক লাখ টাকা দেন মোহর পরিশোধ হয়েছে লেখা নেই। এর আগে গত ২০১৭ সালের ১৪ ফেব্রুয়ারি মিজানুর রহমান নিকাহনামার সত্যায়িত প্রতিলিপি উত্তোলন করেন। সেখানে দেন মোহরের এক লাখ টাকা পুরোটাই পরিশোধ করা হয়েছে মর্মে লেখা আছে।
আরও পড়ুন : ময়নাতদন্তে ধর্ষণের আলামত, একসঙ্গে দুই বোনের আত্মহত্যা
মিজানুর রহমান অভিযোগ করে বলেন, কাজীকে ঘুষের বিনিময়ে দেন মোহরের টাকা পরিষদ নেই মর্মে নিকাহনামার সত্যায়িত প্রতিলিপি দিয়েছেন রোজিনাকে। ফলে রোজিনা মামলা করার সুযোগ পেয়েছে। কাজী মাওলানা আলিম উদ্দিন বলেন, আমার ভুল হয়েছে।
জেলা রেজিস্ট্রার সাবিকুন নাহার বলেন, বিষয়টি নিয়ে তদন্ত চলছে।
এফএ