যশোর জেনারেল হাসপাতালের গাইনী ওয়ার্ডের আয়ার কারণে মা ডাক শোনা হলো না গৃহবধূ আন্নার (২৫)। গৃহবধূ আন্না বেনাপোলের গাজীপুরের ইয়াকুবের স্ত্রী। জানা যায়, রাতে প্রসব ব্যাথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়। ওয়ার্ড ডাক্তার তানজিলা আখতার একবার দেখে ওয়ার্ড নার্সদের ডাক্তার বলে জরায়ুর মুখ খোলার ওষুধ দিতে। ডাক্তারের কথা মতো আন্নাকে ওষুধ দেয়া হয়।
আরও পড়ুনঃ বিরাট বাশ হাতে পুলিশের দিকে তেড়ে গেলেন ছাত্রদলকর্মী
রাতে আন্নার গর্ভে থাকা ছেলের দু’পা বেরিয়ে আসলে ওই ওয়ার্ডের আয়া মোমেনা আন্নাকে ওটিতে নিয়ে বেরিয়ে পড়া পা ধরে টানাটানি করার এক পর্যায়ে বাচ্চাটির মাথা পেটের মধ্যে থেকে যায়। ছিঁড়ে বেরিয়ে আসে বাচ্চার গলার নিচ থেকে বাকি অংশ। আন্নাকে ওটিতে ফেলেই পালিয়ে যায় আয়া মোমেনা।
এ বিষয়ে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসক তানজিলা ইয়াসমিন বলেন, আয়াদের ত্রুটি ছিল। তবে বাচ্চাটি আগেই মায়ের গর্ভে মারা যায়।
এসএস