ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে গর্ভনিরোধক এমএম কিট ট্যাবলেট খেয়ে ৬ সন্তানের জননীর মৃত্যুর অভিযোগ উঠেছে। কাউকে কিছু না জানিয়েই এলাকার গ্রাম্য মহিলা চিকিৎসকের কাছ থেকে ভ্রূণ নষ্ট করার ওষুধ এনে খেয়েছিলেন সোহেদা নামের এক গর্ভবতী নারী। এরপর পেটে প্রবল ব্যথা শুরু হয় তার। এর কিছুক্ষণ পর প্রচুর রক্তক্ষরণ শুরু হয়।
পরে অবস্থা বেগতিক দেখে মঙ্গলবার (৯ মার্চ) রাত ৯টায় দিকে হাসপাতালের নিয়ে আসলে জরুরি বিভাগের চিকিৎসক ফাইজুর রহমান ফয়েজ সোহেদার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। সোহেদা ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের ধরন্তি গ্রামের আনোয়ার মিয়ার স্ত্রী ও ৬ সন্তানের জননী।
তার স্বামী আনোয়ার হোসেন অভিযোগ করে বলেন, গতকাল পাশের বাড়ির এক মহিলার কাছে থেকে এমএম কিট ট্যাবলেট এনে খায় তার স্ত্রী সোহেদা। খাওয়ার পর থেকে সোহেদার প্রচুর রক্তক্ষরণ হয়। রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার পর সোহেদা মারা গেছেন বলেন ডাক্তার জানান।
আরও পড়ুন: করোনা টিকা নিয়েও আক্রান্ত হলেন ডিএমপি কমিশনার
মৃত্যুর কারণ জানতে চাইলে ডা. ফাইজুর রহমান ফয়েজ আরটিভি নিউজকে জানান, অতিরিক্ত রক্তক্ষরণের কারনে ওই নারীর মৃত্যু হয়েছে।
এ বিষয়ে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাজমুল আলম জানান, ওষুধ খেয়ে কেউ মারা গেছেন বলে জানা নেই। খোঁজ নিয়ে বিস্তারিত জানানো যাবে। এ ব্যাপারে কোনো অভিযোগ পাইনি।
জিএম/পি