ঢাকামঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫, ১৮ চৈত্র ১৪৩১

নিহত আলাউদ্দিনকেও আসামি করলেন কাদের মির্জার অনুসারী

নোয়াখালী প্রতিনিধি, আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৬ মার্চ ২০২১ , ০৯:০৪ এএম


loading/img
নিহতের এক সপ্তাহ পর মামলার আসামি আলাউদ্দিন

নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাটের আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় একটি মামলা হয়েছে। সেই মামলায় আসামি করা হয়েছে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত যুবলীগ কর্মী আলাউদ্দিনকে।

বিজ্ঞাপন

সোমবার (১৫ মার্চ) দুপুরে মেয়র আবদুল কাদের মির্জার অনুসারী সালাহ উদ্দিন পিটন ওই মামলা দায়ের করেন। তাও আলাউদ্দিনের মৃত্যুর এক সপ্তাহ পর। ওই মামলায় তার ছোট ভাই এমদাদ হোসেনকেও আসামি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (১৫ মার্চ) দুপুরে মেয়র আবদুল কাদের মির্জার অনুসারী সালাহ উদ্দিন পিটন বাদী হয়ে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ২নং আমলী আদালতে মামলাটি করেন।

বিজ্ঞাপন

বিকেলে আদালতের বিচারক এস এম মোসলেহ উদ্দিন মিজান মামলাটি আমলে নিয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য পিবিআইকে নির্দেশ দিয়েছেন।

জিএম 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |