ঢাকাশুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

বিয়ের দাওয়াত খেয়ে বাড়ি ফেরা হলো না যুবকের!

চাঁদপুর প্রতিনিধি

শনিবার, ২০ মার্চ ২০২১ , ০৮:৪৪ এএম


loading/img
বিয়ের দাওয়াত খেয়ে বাড়ি ফেরা হলো না যুবকের!

বিয়ের দাওয়াত খেয়ে বাড়ি ফেরার পথে সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালিয়ে গলা কেটে মোবারক হোসেন (২০) নামের এক যুবককে হত্যা করেছে। শুক্রবার (১৯ মার্চ) সন্ধ্যায় চাঁদপুরের হাইমচর উপজেলার পশ্চিম ভিঙ্গুলিয়া গ্রামের হাফেজিয়া মাদ্রাসার সামনে ঘটে এ ঘটনা। বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর জেলা পুলিশের স্পেশাল ব্রাঞ্চ।

বিজ্ঞাপন

নিহত মোবারক উপজেলার ভিঙ্গুলিয়া গ্রামের মুক্তার হোসেন গাজীর ছেলে। এছাড়া এ ঘটনায় আরো ৪ জন আহত হয়েছেন। আহতরা হলেন রাজু আহমেদ (২৫), মহিন ভূঁইয়া (২১) হামিদ (২০) ও মহিন খান  (১৮)। আহতরা বর্তমানে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

হামলার পর আহত অবস্থায় মোবারককে হাসপাতালে নিয়ে আসা রাজু নামের এক যুবক জানান, ঘটনাস্থলে কিছু বখাটে ছেলেদের দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। এর কিছুক্ষণ পরই মোবারককে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখে আমরা কয়েকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি। আহত মহিনের বাবা শাহজাহান ভূঁইয়া জানান, বিয়ের দাওয়াত খেয়ে বাড়ি ফেরার পথে বখাটেদের দুই পক্ষের মাঝে ঝগড়া ছাড়াতে গেলে এক পক্ষ চাপাতি, ছুরিসহ দেশিয় অস্ত্র দিয়ে অতর্কিত হামলা চালায়। 

বিজ্ঞাপন

এএসপি হেডকোয়ার্টার আসাদুজ্জামান জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটেছে। আইনগত ব্যবস্থা নেয়ার প্রস্তুতি নিচ্ছি। হাইমচর থানা অফিসার মো. মাহবুবুর রহমান মোল্লা জানান, পূর্বে বিয়ে বাড়ির ঘটনার সূত্র ধরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ধারনা করা হচ্ছে। ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে তদন্ত করছি। আসামি গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এসআর/

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |