ঢাকাশনিবার, ০৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

চকরিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হামলা, নিহত ১

কক্সবাজার প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ১৭ এপ্রিল ২০২৪ , ০২:২২ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

কক্সবাজারের চকরিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হামলার ঘটনায় মোহাম্মদ সেলিম (৪৩) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন শফি আলম নামের আরেক ব্যক্তি। 

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৬ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে চকরিয়া উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের মানিকপুরের উত্তরপাড়ার নবীণ কাবের সামনে পূর্ববিরোধের জের ধরে এ হামলার ঘটনা ঘটে।

পুলিশ জানায়, মুমূর্ষু অবস্থায় স্থানীয় লোকজন দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ সময় জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সেলিমকে মৃত ঘোষণা করেন। আহত শফিকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

বিজ্ঞাপন

খুনের শিকার মোহাম্মদ সেলিম উত্তর পাড়ার নূর আহমদের ছেলে। তবে আহত শফির বিস্তারিত পরিচয় জানা যায়নি।

চকরিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের এক নম্বর ওয়ার্ডের বর্তমান সদস্য জাহেদুল ইসলাম সিকদারের সঙ্গে সেলিম ও শফির মধ্যে বিরোধ ছিল। এর জের ধরে ইউনিয়ন পরিষদ সদস্য জাহেদের নেতৃত্বে এই হামলার ঘটনা সংঘটিত হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |