ঢাকাশুক্রবার, ২৮ মার্চ ২০২৫, ১৪ চৈত্র ১৪৩১

বেগমগঞ্জের সেই আলোচিত ঘটনার ১৩ আসামির বিরুদ্ধে চার্জ গঠন

নোয়াখালী প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ২৪ মার্চ ২০২১ , ০২:০১ পিএম


loading/img
বেগমগঞ্জের সেই আলোচিত ঘটনার, ১৩ আসামির বিরুদ্ধে চার্জ গঠন

নোয়াখালীর বেগমগঞ্জে নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় দায়ের করা মামলায় দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ারসহ ১৩ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত। 

বিজ্ঞাপন

আজ বুধবার (২৪ মার্চ) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক জয়নাল আবেদীন শুনানি শেষে এ আদেশ প্রদান করেন। একই সাথে আরেক আসামি মোয়াজ্জেম হোসেন প্রকাশ সোহাগ মেম্বারকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়।

মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী মামুনুর রশিদ লাভলু জানান, শুনানিকালে চার্জশিটভুক্ত আসামিদের মধ্যে ৯ জন আদালতে উপস্থিত ছিলেন। অন্য আসামিদের মধ্যে ৪ জন পলাতক রয়েছে।

বিজ্ঞাপন

২০২০ সালের ১৪ ডিসেম্বর এ মামলায় ১৪ আসামির বিরুদ্ধে পিবিআই আদালতে অভিযোগপত্র দাখিল করেন। একই বছরের ৫ অক্টোবর নির্যাতিতা নারী বাদী হয়ে বেগমগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলাটি দায়ের করেন।

উল্লেখ্য, নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুরে জয়কৃষ্ণরামপুর গ্রামের ওই নারীকে বিবস্ত্র করে নির্যাতনের একটি ভিডিও ধারণ করে আসামিরা। পরে ২০২০ সালের ৪ অক্টোবর ভিডিওটি সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে ভাইরাল হলে এই বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর নজরে আসে। পরে নির্যাতিতা নারী থানায় মামলা দায়ের করলে আসামিদের গ্রেপ্তার করে পুলিশ।

জিএম 
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |