ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মাদরাসা ছাত্রদের বিক্ষোভ চলছে। এ ঘটনায় যান চলাচল বন্ধ রয়েছে কুমিল্লা-সিলেট মহাসড়কে।
বিজ্ঞাপন
আজ শুক্রবার (২৬ মার্চ) বিকেল সাড়ে ৩টা থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরের ভাদুঘর এলাকার কুমিল্লা-সিলেট মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করে ভাদুঘর জামিয়া দারুল উলুম মাদরাসার ছাত্ররা। এতে করে মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
- আরও পড়ুন :
- মাদরাসা ছাত্রদের বিক্ষোভে কুমিল্লা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ
- বাইতুল মোকাররম এলাকায় ব্যাপক সংঘর্ষ, গোলাগুলি, অগ্নিসংযোগ, হতাহত (ভিডিও)
- জাতীয় প্যারেড গ্রাউন্ডে নরেন্দ্র মোদি
ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোজাম্মেল হোসেন রেজা জানান, বিকেল সাড়ে ৩টার দিকে তারা এ বিক্ষোভ শুরু করে। এ ঘটনায় মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। তবে আমারা যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছি।
আরএস/পি