ঢাকাশুক্রবার, ২১ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১

রাত ৮টায় সব দোকান বন্ধে সিটি করপোরেশনের অভিযান

আরটিভি নিউজ

শুক্রবার, ০২ এপ্রিল ২০২১ , ০৫:১৮ পিএম


loading/img
রাত ৮টায় সব দোকান বন্ধে অভিযান চলছে

ঢাকায় করোনাভাইরাস সংক্রমণ ও মৃত্যু বেড়ে যাওয়ায় রাত ৮টার মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ওষুধের দোকান বাদে সব ধরনের দোকান বন্ধে গতকাল রাতে গুলিস্তান ও নিউমার্কেট অভিযান চালিয়েছে সিটি করপোরেশন। এই অভিযান অব্যাহত রাখবে সংস্থাটি।

বিজ্ঞাপন

করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় রাত ৮ টার মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন সমস্ত দোকানপাট বন্ধ করার জন্য প্রচার অভিযান চালিয়েছে ডিএসসিসি।

গতকাল (০১ এপ্রিল) রাতে দক্ষিণ সিটির আওতাধীন পীর ইয়ামেনি মার্কেট, খদ্দর মার্কেট, গুলিস্থান ফুটপাত মার্কেট, গুলিস্তান ট্রেড সেন্টার, ঢাকা ট্রেড সেন্টার, নীলক্ষেত পুস্তক মার্কেট, চাঁদনী চক ও নিউমার্কেটে প্রচার অভিযান চালানো হয়।
ডিএসসিসির সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনিরুজ্জামান এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ ইরফান উদ্দিন আহমেদ এই প্রচারাভিযানের নেতৃত্ব দেন।

এর আগে বুধবার (২৪ মার্চ) করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ার কারণে রাত ৮টার মধ্যে সব ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানপাট বন্ধ রাখতে অনুরোধ জানায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

বিজ্ঞাপন

এফএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |