ঢাকারোববার, ২৭ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২

মামুনুল হককে নিয়ে স্ট্যাটাস, যুবলীগ নেতা পুলিশ হেফাজতে 

সুনামগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

রোববার, ০৪ এপ্রিল ২০২১ , ০৮:২৪ পিএম


loading/img
মামুনুল হককে নিয়ে স্ট্যাটাস, যুবলীগ নেতা পুলিশ হেফাজতে 

হেফাজতের নেতা মামুনুল হককে নিয়ে ফেসবুকে এক নারীর ছবি-সংবলিত আপক্তিকর স্ট্যাটাস দেয়ায়  যুবলীগের এক নেতাকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। 

বিজ্ঞাপন

রোববার (৪ এপ্রিল) দুপুরে সুনামগঞ্জের তাহিরপুর থানা পুলিশ ওই নেতাকে হেফাজতে নিয়েছেন।

আটককৃত এমাদ আহমেদ জয় উপজেলার বাদাঘাট ইউনিয়নের ভোলাখালী গ্রামের প্রয়াত বীর মুক্তিযোদ্ধা জজ মিয়ার ছেলে। তিনি বাদাঘাট ইউনিয়ন যুবলীগের মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক।

ইসলামী আন্দোলন বাংলাদেশ তাহিরপুর উপজেলা শাখার সভাপতি এম সালমান আহমদ বলেন, কথিত এক নারীর ছবির সাথে হেফাজত নেতা মামুনুল হকের ছবি যুক্ত করে অশ্লীল ও আপত্তিকর মন্তব্য জুড়ে অভিযুক্ত জয় তার নিজের ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাস পোস্ট করেন। এ নিয়ে আলেম সমাজ ও হেফাজতের অনুসারীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিলে বিষয়টি থানা পুলিশকে জানানো হয়। তার পরে রোববার (৪ এপ্রিল) দুপুর পৌনে ২টার দিকে থানা পুলিশ উপজেলার বাদাঘাট বাজারের বাদাঘাট-সুনামগঞ্জ সড়ক থেকে এমাদকে আটক করে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। 

বিজ্ঞাপন

এই বিষয়ে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল লতিফ তরফদার ঘটনা নিশ্চিত করে বলেন,  অপ্রীতিকর ঘটনা এড়াতে ওই যুবককে পুলিশি হেফাজতে নেয়া হয়েছে। 

জিএম 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |