মামুনুলের পক্ষে ফেসবুকে পোস্ট, পদ হারালেন ছাত্রলীগ নেতা
হেফাজত ইসলামের নেতা মামুনুল হকের পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়ায় সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফয়েজ উদ্দিন মারজানকে ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়েছে।
সোমবার (৫ এপ্রিল) রাতে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বহিষ্কৃত জেলা ছাত্র লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফয়েজ উদ্দিন মারজান জেলার ছাতাক উপজেলার জাউয়া বাজার ইউনিয়নের পাইগাঁও গ্রামের বাসিন্দা।
আরও পড়ুনঃ মামুনুলকে হেনস্তার বিষয়ে যা বললেন আজহারী
জানা গেছে, ছাত্রলীগ নেতা ফয়েজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হেফাজত নেতা মামুনুল হকের পক্ষে পোস্ট দেন। পরে মামুনুল হকের ফেসবুক লাইভও শেয়ার করেন। তার এসব কর্মকাণ্ডে সমালোচনা শুরু হলে বিষয়টি আমলে নেয় কেন্দ্র। পরে জরুরি সিদ্ধান্ত নিয়ে তাকে বহিষ্কার করা হয়।
আরও পড়ুনঃ মুক্ত হয়ে ফেসবুক স্ট্যাটাসে যা লিখলেন মামুনুল হক
এ বিষয়ে সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান রিপনের সাথে যোগাযোগ করা হলে তার ফোন বন্ধ পাওয়া গেছে।
জিএম
মন্তব্য করুন