ঢাকাসোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২

স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার যুবক

সাতক্ষীরা প্রতিনিধি, আরটিভি নিউজ

মঙ্গলবার, ০৬ এপ্রিল ২০২১ , ১২:৪৩ পিএম


loading/img
গ্রেপ্তারকৃত লাজিম

সাতক্ষীরার দেবহাটা উপজেলায় স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সোমবার (৫ এপ্রিল) বিকেলে উপজেলার বহেরা গ্রামের নিজ বাড়ি থেকে ওই যুবককে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন

গ্রেপ্তারকৃত লাজিম (১৯) উপজেলারা বহেরা গ্রামের রুহুল আমিন মোল্লার ছেলে। 

ভুক্তভোগী ছাত্রীর পরিবারের সদস্যরা  জানান, ওই যুবক প্রায়ই তাদের মেয়েকে উত্ত্যক্ত করত। বিষয়টি লাজিমের পরিবারকে জানানোর পরেও তারা কোনো ব্যবস্থা নেয়নি। একপর্যায়ে রোববার (৪ এপ্রিল) দুপুরে খালি বাড়িতে গিয়ে ধর্ষণ করে পালিয়ে যায় সে।

বিজ্ঞাপন

এই ঘটনার বিষয়ে দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার সাহা জানান, এ ঘটনায় সোমবার (৫ এপ্রিল) বিকেলে ভুক্তভোগী স্কুলছাত্রীর মা ওই যুবককে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। পরে বিকেল সাড়ে ৫টার দিকে লাজিমকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। আর ওই স্কুলছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

জিএম 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |