ময়মনসিংহের ভালুকায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৬ এপ্রিল) দুপুরে গ্রেপ্তারকৃত ওই যুবককে আদালতে পাঠানো হয়েছে। এর আগে সোমবার (৫ এপ্রিল) রাত ৯টায় উপজেলার বিরুনীয়া বাজার থেকে তাকে আটক করে থানায় খবর দেয় স্থানীয় নেতারা। পরে সেখান থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেফতারকৃত হৃদয় মিয়া (১৯) উপজেলার বিরুনীয়া ইউনিয়নের কংশেরকুল গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।
সোমবার (৬ এপ্রিল) রাতে এই ঘটনায় বিরুনীয়া ইউনিয়নের কংশেরকুল ওয়ার্ড শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক তুষার মিয়া বাদী হয়ে মামলা করেন।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযুক্ত হৃদয় মিয়া তার ব্যবহৃত শান্ত আহাম্মেদ হৃদয় ও আহাম্মেদ হৃদয় নামের ফেসবুক আইডি থেকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করেন। পরে ঘটনাটি জানাজানি হলে সোমবার রাতে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা হৃদয়কে উপজেলার বিরুনীয়া বাজার থেকে আটক করে পুলিশে দেন।
জিএম