ঢাকাশনিবার, ২৮ জুন ২০২৫, ১৪ আষাঢ় ১৪৩২

এবার বাসাইলে কনার ঝুলন্ত লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

টাঙ্গাইল (দক্ষিণ) প্রতিনিধি, আরটিভি নিউজ

মঙ্গলবার, ২৭ এপ্রিল ২০২১ , ০৪:৪৬ পিএম


loading/img
এবার বাসাইলে কনার ঝুলন্ত লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

টাঙ্গাইলের বাসাইলে কনা আক্তার (২৪) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৭ এপ্রিল) সকালে উপজেলার কাশিল পশ্চিমপাড়া এলাকায় তার শ্বশুরবাড়ি থেকে লাশ উদ্ধার করা হয়। ওই গৃহবধূকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখার অভিযোগ করেছে গৃহবধূ কনার বাবার পরিবার। বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুনুর রশিদ নিশ্চিত করেছেন বিষয়টি।

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয়রা জানায়, প্রায় পাঁচ বছর আগে বাসাইল উপজেলার কাশিল পশ্চিমপাড়া এলাকার বাবু মিয়ার দুবাই প্রবাসী ছেলে কবির মিয়ার সঙ্গে টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের দরুন গ্রামের জয়নাল মিয়ার মেয়ে কনা আক্তারের বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে তার শাশুড়ি কহিনূর বেগম ও স্বামীর দুই বড় বোন সালমা ও তাসলিমা বিভিন্ন সময়ে অত্যাচার করতে থাকে। এরপর তার শাশুড়ি দুবাই ও স্বামী সৌদি আরবে চলে যান।

এরপর থেকে ওই গৃহবধূ কনা আক্তার তার শিশু সন্তানকে নিয়ে বাক-প্রতিবন্ধী শ্বশুরের সঙ্গে বসবাস করতে থাকেন। এর মধ্যে সালমা বেগমের স্বামী অন্যত্র বিয়ে করায় ও তাসলিমা বেগমের স্বামী প্রবাসে থাকায় তারা শ্বশুরবাড়ি ছেড়ে বাবার বাড়িতে বসবাস করতে থাকেন। এমতাবস্থায় গৃহবধূ কনার প্রবাসী স্বামী কবির ও শাশুড়ি কহিনূরের টাকা আত্মসাতের পায়তারা করে তার স্বামীর দুই বোন। এক পর্যায়ে সোমবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় স্বামীর দুই বোন সালমা ও তাসলিমা গৃহবধূ কনাকে মারধর করে। পরে মঙ্গলবার (২৭ এপ্রিল) সকালে তার বসত ঘরে ঝুলন্ত অবস্থায় গৃহবধূ কনা আক্তারের লাশ পাওয়া যায়।

বিজ্ঞাপন

এ ব্যাপারে নিহত গৃহবধূ কনা আক্তারের মা বলেন, গতকালও আমার মেয়েকে যৌতুকের টাকার জন্য দুই নুনাশ মিলে মারধর করে। পরে রাতের কোনো এক সময় তারা আমার মেয়েকে হত্যা করে লাশ ঘরের ধন্নার সঙ্গে ঝুলিয়ে রেখেছে। আমি মেয়েকে হত্যার বিচার চাই।

স্থানীয় ইউপি সদস্য আক্কাছ মিয়া বলেন, পুলিশ নিহতের লাশটি ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে থানায় নিয়ে যায়। এটা হত্যা নাকি আত্মহত্যা কিছু বলা যাচ্ছে না।

ওসি হারুনুর রশিদ বলেন, লাশটি ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেয়ে মৃত্যুর রহস্য জানা যাবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।

বিজ্ঞাপন

এসআর/

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |