ঢাকামঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

স্পিডবোট মালিকের পরিচয় মিলেছে

মাদারীপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

মঙ্গলবার, ০৪ মে ২০২১ , ১০:৩৩ এএম


loading/img
স্পিডবোট মালিকের পরিচয় মিলেছে

মাদারীপুরের শিবচরে পদ্মা নদীতে বালু বোঝাই বাল্কহেড ও স্পিডবোটের সংঘর্ষে ২৬ জনের মৃত্যুর ঘটনায় সেই স্পিডবোটটির মালিককে শনাক্ত করা হয়েছে। 

বিজ্ঞাপন

মঙ্গলবার (৪ মে) এ ঘটনায় ওই স্পিডবোট মালিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে বিআইডব্লিউটিএ শিমুলিয়া ঘাট কর্তৃপক্ষ।

স্পিডবোটটির মালিক চান্দু বেপারী, বাড়ি মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার কুমারভোগ এলাকায়।

বিআইডব্লিউটএ শিমুলিয়া ঘাটের বন্দর কর্মকর্তা শাহাদাত হোসেন বলেন, মালিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এরই মধ্যে স্পিডবোটের মালিককে শনাক্ত করা হয়েছে। তার নাম ঠিকানা পেতে কিছুটা সময় লেগেছে। 

প্রসঙ্গত, সোমবার (৩ মে) সকালে মুন্সিগঞ্জের লৌহজং থেকে ৩১ যাত্রী নিয়ে বাংলাবাজারগামী একটি স্পিডবোট মাধারীপুরের পুরাতন কাঁঠালবাড়ী ঘাটে নোঙর করে রাখা একটি বাল্কহেডে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যায় ২৬ জন যাত্রী।

জিএম 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |