ঢাকাবুধবার, ০৯ এপ্রিল ২০২৫, ২৬ চৈত্র ১৪৩১

হাওরে ঈদ ভ্রমণে গিয়ে বন্ধুকে হারালেন ওরা 

কিশোরগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

শনিবার, ১৫ মে ২০২১ , ০৯:৫৩ পিএম


loading/img
ফাইল ছবি

কিশোরগঞ্জ মিঠামইন উপজেলায় বন্ধুদের সঙ্গে ঈদ আনন্দ ভ্রমণে গিয়ে পানিতে ডুবে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (১৫ মে) বিকেলে উপজেলার ঢাকী ব্রিজের নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। 

বিজ্ঞাপন

নিহত মো. মাজহারুল ইসলাম (২৭) জেলার করিমগঞ্জ উপজেলার জাফরাবাদ ইউনিয়নের সাইটুটা গ্রামের মৃত আজিমউদ্দীন মিয়ার ছেলে। তিনি ঢাকায় একটি পোশাক শিল্প কারখানায় চাকরি করতেন। 

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ঈদের দুই দিন আগে ছুটিতে ঢাকা থেকে গ্ৰামের বাড়িতে আসেন মাজহারুল। শনিবার (১৫ মে) সকালে ৫ বন্ধু মিলে মিঠামইন হাওর ভ্রমণে যায়। পরে হাওরে ভ্রমণ শেষে দুপুরে ঘোড়াউত্রা নদীর ঢাকী ব্রিজের নিচে ৫ বন্ধু মিলে গোসল করতে নদীতে নামে। এক পর্যায়ে তারা সাঁতরে নদী পার হওয়ার প্রতিযোগিতা শুরু করে। এ সময় ৪ বন্ধু সাঁতরে নদী পার হলেও মাজহারুল ইসলাম তলিয়ে যায় নদীতে। পরে এই খবর পেয়ে মিঠামইন ফায়ার সার্ভিসের একটি দল প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে মাঝ নদী থেকে মাজাহারুলে মরদেহ উদ্ধার করে।

বিজ্ঞাপন

মিঠামইন থানা পুলিশের ওসি জাকির রাব্বানী এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

জিএম 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |