ঢাকাশনিবার, ০৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

ছাত্রীকে রাস্তা থেকে তুলে নিয়ে ধ'র্ষণ করল শিপন 

রাজবাড়ী প্রতিনিধি, আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৮ মে ২০২১ , ১২:৫২ পিএম


loading/img
প্রতীকী ছবি

রাজবাড়ীতে এক স্কুলছাত্রীকে (১৫) অপহরণের পর এক মাস ধরে আটকে রেখে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। 

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৮ মে) এ ঘটনায় ওই স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে ৩ জনের বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় একটি মামলা করেছেন। এর আগে রোববার (১৫ মে) রাতে পুলিশ ভুক্তভোগী ছাত্রীকে উদ্ধার ও আসামিদের গ্রেপ্তার করেন। 

গ্রেপ্তারকৃতরা হলেন, সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের বড়মুরারীপুর গ্রামের শুকুর আলী ওরফে সুকচানের ছেলে অপহরণকারী শিপন (২২) ও শিপনের মা জোসনা (৪২)। তবে মামলার অপর আসামি শিপনের ছোটভাই বাবু পলাতক রয়েছে।  

বিজ্ঞাপন

রাজবাড়ী সদর থানার ওসি স্বপন কুমার মজুমদার এ তথ্য নিশ্চিত করে জানান, সোমবার (১৭ মে) ওই ছাত্রীর ডাক্তারি পরীক্ষা করানো হয়েছে। 

ভুক্তভোগী স্কুলছাত্রীর বাবা বলেন, আমার মেয়েকে স্কুলে যাওয়া-আসার পথে শিপন উত্ত্যক্ত করত। পরে শিপনের উত্ত্যক্তের ঘটনাটি মেয়ে আমাদের জানালে সে রেগে গিয়ে ক্ষতি করার জন্য উঠে পড়ে লাগে।

বিজ্ঞাপন

গত ১০ এপ্রিল তার মেয়ে রেজিস্ট্রেশনের জন্য স্কুলে যায়। সেদিন সন্ধ্যা পর্যন্ত মেয়ে বাড়ি ফিরে না আসায় তাকে অনেক খোঁজাখুঁজি করা হয়। এ সময় মেয়েকে না পেয়ে ২ মে রাজবাড়ী সদর থানায় একটি সাধারণ ডায়েরি করি। পরর্বতী সময়ে তারা জানতে পারেন ১০ এপ্রিল সকাল ১০টার দিকে তার মেয়ে রাজবাড়ীর কাজীবাঁধা মোড়ে পৌঁছলে শিপনের নেতৃত্বে আসামিরা তাকে একটি মাইক্রোবাসে জোর করে তুলে নিয়ে যায়। পরে একটি নির্জন স্থানে আটকে রেখে ধর্ষণ করে।

এ বিষয়ে সদর থানার ওসি স্বপন কুমার মজুমদার বলেন, অভিযুক্ত শিপন একটি দুষ্টু প্রকৃতির ছেলে।  থানায় তার বিরুদ্ধে একটি মারামারি মামলা রয়েছে। মামলার পর শিপনের বাড়িতে অভিযান পরিচালনা করে তাকে ও তার মাকে গ্রেপ্তার করা হয়েছে।

জিএম 

আরটিভি’র সর্বশেষ নিউজ পেতে ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন...

https://www.facebook.com/rtvnews247

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |