ঢাকাসোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

নরসিংদীতে ফের দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত ৩৫

নরসিংদী সংবাদদাতা, আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৮ মে ২০২১ , ০১:১১ পিএম


loading/img
নিহতের পরিবারের সদস্যরা

নরসিংদীর রায়পুরায় স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে এক যুবকের মৃত্যু হয়েছে। 

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৮ মে) সকালে উপজেলার পাড়াতলী ইউনিয়নের কাচারিকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। এর আগে সোমবার (১৭ মে) সন্ধ্যায় ইয়াছিন মিয়া নামে (১৩) এক কিশোরের মৃত্যু হয়।

নিহত শহিদ মিয়া (২৮) কাচারিকান্দি গ্রামের আশরাফ উদ্দিনের ছেলে।

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয় লোকজন বলছেন, আধিপত্য বিস্তার নিয়ে পাড়াতলী ইউপি সদস্য শাহ আলমের সঙ্গে সাবেক সদস্য ফজলুল হকের ছেলে শাহ আলমের বিরোধ চলছে। এর জের ধরে সোমবার সন্ধ্যায় দুই পক্ষের সমর্থকরা টেঁটা, বল্লম ও আগ্নেয়াস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় কয়েকজন গুলিবিদ্ধসহ উভয় পক্ষের কমপক্ষে ২০ জন আহত হন। এর মধ্যে কিশোর ইয়াসিনও গুলিবিদ্ধ হয়। গুরুতর আহত অবস্থায় ইয়াসিনকে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে সেখানকার জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে আজ মঙ্গলবার (১৮ মে) ভোরে আবারও দুই পক্ষের মধ্যে এই সংঘর্ষ বাধে। সকালের সংঘর্ষে একই গ্রামের শহীদ মিয়া (৩০) নামে আরও একজন নিহত হন। এ সময় আহত হয়েছেন আরও ১৫ জন। নিহতের মরদেহ নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

নরসিংদী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোহাম্মদ রাসেল শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে  বলেন, আজ মঙ্গলবার সকালে আরও একজন মারা গেছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ।

বিজ্ঞাপন

জিএম 

আরটিভি’র সর্বশেষ নিউজ পেতে ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন...

 

 

 

https://www.facebook.com/rtvnews247

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |